আমাদের কথা খুঁজে নিন

   

২০১০ সালে কর্মক্ষেত্রে প্রাণ দিয়েছেন ১০৫ জন সাংবাদিক

প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ

কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন কালে হামলার শিকার হয়ে বিশ্বজুড়ে সাংবাদিক মৃত্যুর হার আশংকাজনক হারে বাড়ছে। সাংবাদিক হত্যা বিষয়টি এখন কোন প্রকার প্রতিষেধকের অভাবে মহামারী আকার ধারণ করেছে। খুনী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাড় করানোর মতো কার্যকর কর্মপন্থার বাস্তব সম্মত প্রয়োগের অভাবে কর্মক্ষেত্রে হামলার শিকার হয়ে সাংবাদিক মৃত্যুর এ ক্রমবর্ধমান হার বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং পেশা হিসেবে সাংবাদিকতা কে আরো বেশী ঝুঁকিপূর্ণ করে তোলেছে। গত সোমবার প্রকাশিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিডিয়া ওয়াচডগ 'প্রেস এম্বলেম ক্যাম্পেইন' এর ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে এ সব তথ্য দেয়া হয়। প্রতিবেদনে বলা হয় যে, ২০১০ সালে পেশাগত দায়িত্বপালন কালে বিশ্বজুড়ে ১০৫ জন সাংবাদিক হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন, যেখানে ২০০৯ সালে মারা যান ১২২ জন, আর ২০০৮ সালে এ সংখ্যা ছিল ৯৮ জন। এ বছর সাংবাদিক নির্যাতনের অভিযোগ সংবলিত রিপোর্ট এর সংখ্যা তুলনামূলক ভাবে কম হলেও সে তুলনায় মৃত্যুর হার অনেক বেশী-যা অত্যন্ত আশংকাজনক। প্রেস এম্বলেম ক্যাম্পেইন-এর প্রধান নির্বাহী ব্লেইস লেমপেন মনে করেন যে, দেশে দেশে সাংবাদিক হত্যা বিষয়টি উপযুক্ত প্রতিরোধের অভাবে এখন মহামারী আকার ধারণ করেছে। তিনি আরো বলেন যে, উপযুক্ত কার্যকর কর্মপন্থায় ঘাতকদের শাস্তি প্রদানের নিশ্চয়তার মাধ্যমে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ক্রমবর্ধমান হার প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। উল্লেখ্য যে, ২০১০ সালে মেক্সিকো এবং পাকিস্তান ছিলো সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ংকর দেশ-এ বছর দেশ দুটোর প্রত্যেকটিতেই ১৪ জন করে সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়ে প্রান হারান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.