আমাদের কথা খুঁজে নিন

   

মুন্সীগঞ্জে বিমানবন্দর চাই না : মুন্সীগঞ্জবাসী

তোমাকে ভাবাবোই

মুন্সীগঞ্জে বিমানবন্দর না করার দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে ৩০ হাজারের বেশি স্থানীয় অধিবাসীরা। আজ সকাল ১০টায় শুরু হওয়া এ অবরোধে ৩০ হাজারের বেশি মানুষ যোগ দিয়ে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ওই অবরোধ দুপুর ২টার দিকে প্রত্যাহার করে। প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর আড়িয়াল বিলে নির্মাণ না করে অন্যত্র নির্মাণের দাবিতে জমি মালিক ও জনতা শ্রীনগরের ষোলঘর থেকে নিমতলী পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় মহাসড়ক অবরোধ করে। তারা মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেছে। এখানে বিমানবন্দর নির্মাণ করা হবে না মর্মে সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবে না বলে ঘোষণা দেয়।

এর আগে শ্রীনগর থানার ওসি মাহবুব আলম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজার হাজার লোক রাস্তা অবরোধ করেছে। এর ফলে এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাড়ৈখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমি মালিক ইকবাল হোসেন মাস্টার বলেছেন, "এখানে বিমানবন্দর হলে লাখ লাখ লোক বেকার হয়ে পথে বসবে। বিমানবন্দর এখানে না করে অন্যত্র করতে হবে।

নইলে আরো বড় কর্মসূচী দেওয়া হবে। " মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম দুপুর সোয়া ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। বিমান বন্দরের পক্ষে-বিপক্ষে কর্মসূচী পালিত হয়েছে। অবরোধকারীরা ফিরে গেছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেন, "সরকার জনগণের। জণগণের পক্ষেই যাবতীয় সিদ্ধান্ত নিবে সরকার। " তিনি অবরোধকারীদের সাথে কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, "তারা এখন শান্ত রয়েছেন। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/পিডি/১৭০৫৮ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.