আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা নাটক (এইগুলারে নাটক বলা চলে কিনা জানিনা) দেখা ছাইড়া দিছি

বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার।

বাংলা নাটকের আজকাল কী হইছে কন দেখি ভাই? একই ডায়লগ চৌদ্দ বার দেয় ক্যান? স্ক্রিপ্ট ছাড়া নাটক বানাইয়া ক্রিয়েটিভিটি দেখাইতে গিয়ে যে নাটকের বারোটা বাজাইয়া ফালাইতাছে সে দিকে কি পরিচালকগুলানের হুঁশ থাকে না নাকি? আবল তাবল কাহীনি দিয়ে আবাল মার্কা নাটক বনাইতে উগারে এত ভালো লাগে ক্যামনে? একখানা নাটকের ডায়ালগ শুনেন। ভাই ব্যাম করতাছে (শুটকা একটা পুলা। দেখলে মনে হয় হিরোইন খায়)। এমন সুময় বোন এর আগমন।

বোন কইতাছে "ভাইয়া কি কর?" (দেখতাছে যে ব্যায়াম করতাছে তার পরও) -ব্যায়াম করি। আজ কি রান্না হয়েছে?" -গরুর মাংস -আমি সবজি ছাড়া এখন কিছু খাই না। সবজি কই? -রান্না হয়ে গেছে এখন সবজি রান্না করা সম্ভব না। -আমি সবজি খাব। সবজি কই? -বললাম না রান্না হয়ে গেছে।

-আমার সবজি দে। -বললাম না? রান্না হয়ে গেছে এখন তোমার জন্য নতুন করে সবজি কে সবজি রান্না করবে? -(চিৎকার করে) আমি সবজি খাব। সবজি নিয়ে আয়। -বললাম না? রান্না হয়ে গেছে এখন তোমার জন্য নতুন করে সবজি কে সবজি রান্না করবে? -আমি গরুর মাংস খাব না। সবজি খাব.......... নাটকের মধ্যে এই দুই জনের কারোরই অভিনয় ভালো হয় নাই।

আগেকার নাটকের যে মান আছিলো সেই মান গেল কই? আগে গর্ব করতাম বাংলা নাটক নিয়া যে, আমাদের দেশে অনেক ভালো ভালো নাট্যকার আর অভিনেতা- অভিনেত্রী আছে। এখন আর সেই গর্ব করবার পারি না। কোথায় গেলেন আগের সেই অভিনেতারা? এখন একই আর্টিস্টের(এইগুলানরে আর্টিস্ট বলা চলে কিনা সন্দেহ) একই আবালীয় অভিনয় দেখতে ভাল্‌লাগে না। নাটক দেখা ছাইরা দিছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.