আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ আমাদের নাটক দেখাচ্ছে, আমরা তো নাটক দেখতে চাইনি।

http://www.facebook.com/Kobitar.Khata

যুদ্ধাপরাধের বিচার হবে বলে অনেক আশাবাদী হয়েছিলাম। যুদ্ধাপরাধের বিচারের জন্য কমিশন গঠিত হওয়ার পর আরো বেশী আশাবাদী হয়েছিলাম। মনে হচ্ছিল এই বুঝি বিচার শুরু হলো বলে। কিন্তু কোথায় কি? তাদের যুদ্ধাপরাধের কারণে ধরা না হয়ে ধরা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায়। তারপর থেকে যে হারে নাটক শুরু হয়েছে তাতে অন্তত আমি হতাশ।

আজকে তাদের অভিযুক্ত করা হলো জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে। যে হারে তাদের সব কিছুতে অভিযুক্ত করা হচ্ছে তাতে করে দেশের কোন প্রান্তে আলু চুরি মুরগি চুরি হলেও তাদের অভিযুক্ত করা হলোও আশ্চর্য হবো না। এই খেলায় বরং জামায়াত লাভবান হচ্ছে। সাধারণ মানুষের মনে তাদের জন্য এক ধরণের সহানুভূতি সৃষ্টি হচ্ছে। আমরা বেশ আবেগপ্রবণ জাতি।

আমরা খুব সহজে ভুলে যাই এরশাদ শিকদারের খুনের কাহিনী। বরং এরশাদ শিকদারের কোন অনুষ্ঠানে গাওয়া গানের ভিডিও দেখে তার ভক্ত হয়ে পড়ি। তার ফাঁসির পর আমরা তার হাতে খুন হওয়া মানুষগুলোর কথা মনে না করে বরং ফাঁসির সময় এরশাদ শিকদারের কেমন লেগেছিল, কাকে মনে পড়েছিল, কি খেতে ইচ্ছে করেছিল এগুলো ভেবে আবেগপ্রবণ হয়ে পড়ি। তাদের বিচার করার জন্য তাদের ফাঁসিতে ঝুলানোর জন্য এক যুদ্ধাপরাধের মামলাই যথেষ্ট। এত নাটক না করে বরং তাদের যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে ঝুলিয়ে দেয়া হোক।

আমরা আর কোন নাটক দেখতে চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.