আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভারতীয় ছায়াছবির গানের অনুবাদ।

পরে বলবো।

মূল গানঃআয়েগা আনেওয়ালা। শিল্পীঃলতা মুঙ্গেশকর। সিনেমাঃমহল Click This Link অনুবাদকঃইশতিয়াক আব্দুল্লাহ্‌ ইউছুফ মজুমদার। ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- আসবে,আসবে,আসবেই আসতেই হবে যাকে,সে আসবেই।

আগুন ছাড়াই যেনো পুড়ে চলেছে আমার প্রাণ, কেউ ছোড়েনা তবু ছুটে আসছে ধনুর্বাণ। আশাগুলো মাথাকুটে মরে, খোঁজে অশ্রুহীনের সাহারা। বলে যায় তবু এই হৃদয়ের ইশারা। আসবে,আসবে,আসবেই আসতেই হবে যাকে,সে আসবেই। পথহারা তারুণ্য লক্ষ্য খুজে ফেরে, যেনো,মাঝিহীন তরণী পৌঁছুতে চায় তীরে।

কে যানে হৃদয় তরণী, কবে খুজে পাবে কিনারা। বলে যায় তবু এই হৃদয়ের ইশারা। আসবে,আসবে,আসবেই আসতেই হবে যাকে,সে আসবেই। মূল গানঃআয়েগা আনেওয়ালা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.