আমাদের কথা খুঁজে নিন

   

"জাকারিয়া স্যার" - একটি অনুসন্ধানী প্রতিবেদন



এই লেখা রাতুল রেজার রিসেন্ট একটা পোষ্টের ফলো-আপ উপরের লেখাটা পইড়া ব্যাপুক মজা পাওয়ার পর মাথায় কি জানি ভর করলো দিলাম স্যারেরে ফোন কথপোকথনটা মোটামুটি নিচে দেওয়া হইল আমিঃ আমি একটু জাকারিয়া স্যারকে চাচ্ছিলাম স্যারঃ আপনি কে বলতেসেন ? আমিঃ আপনি কি জাকারিয়া স্যার... স্যারঃ আপনি কে বলতেসেন ? আমিঃ স্যার আমি আপনার একজন ভক্ত স্যারঃ আপনি কে বলতেসেন ? আমিঃ স্যার সামহয়্যারইনে আপনার কম্পিউটার বিষয়ক লেখাটা পড়সিলাম অনেক ভালো লাগসে স্যারঃ তুমি কে?(স্যার এইবার একটু লাইনে আসলেন,আপনি থেকে তুমি ) আমিঃ স্যার আশা করি আপনি লেখালেখি চালায়ে যাবেন... এই বইলাই দুদ্দার কইরা ফোন রাইখা দিলাম আবার কি বুইঝা টেক্সট করলাম স্যারেরে jakaria sir jindabad computer r joy hok এই মামুলি এসএমএস যে আমার তকদীর খুইলা দিবে তা তো বুঝি নাই দুই তিন মিনিট পরে স্যার দিলো ফোন প্রায় বারো মিনিট কথা হইল আফসুস কল রেকর্ড করার মত মাল আমার ফোন না কথা মোটামুটি এই রকম--- স্যারের নামে যে নিকটা আছে অইটা স্যার খুলেন নাই স্যারের অফিসে নাকি এক পোলা কাজ করতো,যারে স্যার পরে ভাগাইয়া দিসেন অই পোলা এই ঘটনা ঘটাইসে বলে স্যার দাবী করতেসেন স্যারেরে কইলাম স্যারের কম্পু বিষয়ক পোষ্ট ব্লগ কাপাইসে স্যার বারবার করে জানতে চাইলেন তারে নিয়ে সামু ব্লগে ঘটমান তোলপাড় কেমনে থামানো যায় আমি স্যারেরে বললাম সামুর চিটাগাং অফিসে গিয়া লিখিত কমপ্লেইন করতে (আল্লাই জানে এমুন কোন বস্তু আদৌ আছে নাকি ) স্যারেরে বুঝানোর চেষ্টা করলাম স্যারের অই পোষ্ট কত জনগুরুত্বপূর্ণ চিটাগাং বেড়াইতে গেলে স্যারের লগে দেখা করতে দাওয়াত দিলেন তবে একটা জিনিস পুরা পরিষ্কার স্যার সরল দিলের বান্দা (কম্পুটারের মত জটিল না ) বাকিটা আপনাদের বিবেচনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.