আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকী

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

অমাবস্যায় জোনাকী, হিজলের ঝোপে অতি ক্ষুদ্র পাখীদের ঝাঁক নিরাভরন, অন্ধকার পাড়ি দেয় মাছ ধরার তরনীতে নিভু নিভু হারিকেনে রৌদ্রের রিসেস আলোয় পতঙ্গের ভীড়ে তাদের খুঁজে পাওয়া দায় আশৈশব জোনাকী মুগ্ধ হয়ে দেখেছি সজনের চিরুনি পাতায়, খেতের ফাঁকে, কলমীর ঝোঁপে সে আশ্রয় পেলে, জামার পকেটে মিটি মিটি আলোয় হেসে হেসে অন্ধকারে উড়ে এসে ভবিষ্যৎ দেখিয়ে দেয়, সুনীল সে স্নিগ্ধতা সূর্যোদয়ে মেলে না প্লাবনবাতির মতো তীব্র উত্তাপে অধ:ক্ষিত মন যেন একটা অন্যরকম বাতি প্রয়োজন, জ্বালালেই প্রশান্তিময় অন্ধকার ছড়াবে প্রচণ্ড দুপুরে জেগে থাকা রাত পেতে মিটিমিটি নক্ষত্রের পোকা দিন হতেই আলোয় আলোয় ঘিরে ফেললো তাদের সহস্র অক্ষম মানুষের ভীড়ে অন্ধকারের পথ প্রদর্শক কাছে থেকেও সনাক্ত হলো না। ---- ড্রাফট ১.২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।