আমাদের কথা খুঁজে নিন

   

জোছনার জোনাকী

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
এক একটি ঢেউ আছড়ে পড়ে এক একটা জোছনার মত অবিশ্রান্ত আমি জোনাকী খুঁজি হাত বাড়িয়ে , পাই না একটা্ও , পোষা নূপুরের শব্দে হারিয়ে গেছে তারা , হারিয়েছে চোখের রৌর্দ্র , দয়ার্দ্র পাঁচটি আঙ্গুলে লেখা একটি বোবা গোলাপ । লোনা আকাশে ছড়িয়ে দিই মেঘের কয়লা , আর মৃত্যুর ঠোটে মেলাই ঠোট , পাঁজর ভেঙে - আমায় কুয়াশার মত ঘিরে ধরে অন্ধকার । আয়নার কাঁচ হয়ে ফেটে পড়ে সময় , পড়ে থাকে অবহেলায় , অসময়ে । সেই সব সকালে , যখন তোমার মুঠোর ভেঙ্গে পড়ত পৃথিবীর সকল রৌর্দ্রকণা , যখন মেঘের আড়ালে মুখ লুকোত স্বপ্নগুলো লজ্জায় , তখন আমার যেসব কথাগুলো বলবার ছিল , আজ ভীষণ বলতে ইচ্ছে কয় । কিছু কথা কখনোই বলা হয়নি , কিছু কথা কখনোই বলা হয়না ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।