আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক

শাকিলা তুবা

ধারাবাহিক ----------------শাকিলা তুবা হঠাৎ কাল সন্ধ্যায় তোমায় দেখলাম, এক ঝলক। অনাহারক্লিষ্ট তোমার মুখ--- চৈত্রের ফাটা মাটির মতো খরখরে, অতিবৃষ্টিতে বদলে গেছে মুখের মানচিত্র চুলের ফাঁকে ফাঁকে জ্বলছিল জোনাক পোকা। আমায় হয়তো দেখোনি, দেখলেও চেনোনি স্রোতের মতো ছিলাম আমরা--- যারা তোমার অহমিকায় ঝাঁপ দিতাম পতঙ্গের মতো, কতই তো এমন এসেছে, গেছে আমায় আর চিনবে কি করে! তবে বলি শোনো, আমিও বদলেছি অনেক নিজেকে শান দিয়ে উজ্জ্বল করেছি আরো ঝকঝকে ছোরা যেন! ভাগ্যিস চেনোনি আমায়, বা দেখোনি নইলে আমূল ঢুকে যেতাম এবার তোমার হৃৎপিন্ডে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।