আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক গল্প!

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

..... "একটি সরল প্রেমের গল্প"//............ "আই য়্যাম শ্রাবণ। হাউ আর ইউ, মাই সুইট হার্ট? ডূ ইউ নো ইউ আর দি বেস্ট রোজ অফ অল রোজেস! ইফ ইউ ওয়ান্ট আই বিল্ড আপ মাই হাউস ইন দি মুন। বিলিভ ইট অর নট আই উইল লাভ ইউ। শ্রাবণ!" টুং টুং ! করে বেজে উঠল সেল ফোনটা। মেসেজ এসেছে।

প্রাইভেট পড়াচ্ছিলাম। বাইরের ঘরে। বাসাতেই এসে পরে যায় ওরা কয়জন। মেসেজটি পেয়ে মা এবং ছোট খালামনির দিকে তাকাই। ওঁরা কেন আমার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে! তাহলে কি এই মেসেজটা পাঠিয়েছে যে, তা কি ওদেরই কারসাজি? গিয়ে ধরলাম ছোট খালামনিকে......"এই খালামনি, দেখতো, এই মেসেজটা কে পাঠাল? তোমার চেনা কেউ? কাউকে আবার ভাব করতে পাঠাওনাইতো!" খালামনিতো সুন্দর একটা হাসি দিল আবারও।

আর বলল, "নাহ, কি যে বল তুমি? তোমার সাথে কেউ নিশ্চয়ই মজা করেছে, দেখগে!" দেখে আমার আরো সন্দেহ হল......"হুম, এটা খালারই কাজ!" এটা কার কাজ বের করতেই হবে আমাকে। তখন আমি নতুন নাম্বার নিয়েছি। আমার বন্ধুরাও আমার সাথে কেউ কেউ মজা করতো। তাদের কারও কাজ ও হতে পারে। কে হতে পারে! উফ, আমাকে জানতেই হবে।

কিন্তু, ভেবেই মরা। কেউ আর স্বীকার করেনা। কে জানে আমাকে নিয়ে হেসেই খুন হচ্ছে বোধহয় কেউ। নাহ, ফোন করে দেখতে হবেতো, একদিন। একদিন ফোন ও করলাম।

কিন্তু, ফোন বেজেই চলেছে, ধরেনা তো! ধুৎ!!! পরিচিত কেউই হবে। স্রেফ মজা করেছে ভেবে আমি এই আসা ছেড়েই দিলাম। কিন্তু, এই ঘটনাটা নিয়ে এতটা বাড়াবাড়ির কারণ, জীবনে নাটকিয়তা আমার পছন্দ। সপ্ন , কেউ যদি আসে, এমন করে। হঠাৎ বৃষ্টির মত! কিন্তু, এল আর কই? এ যে জাস্ট ফান।

বন্ধুদের মধ্যেই কেউ করেছে! ধুরররররররররররর! জমলোনা। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।