আমাদের কথা খুঁজে নিন

   

মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয়-২

লিখতে পারিনা তাই চেষ্টা করি।

যারা আমার এই শিরনামের প্রথম লেখা টা পড়েছেন এবং যারা আগ্রহী হয়েছেন তাদের জন্য আমার আজকের লেখা। একটু ভূমিকা না করলেই নয়। প্রবাস জীবনের অল্প অভিজ্ঞতায় যেটা লক্ষ্য করেছি তা হলো-বাংলাদেশীরাই প্রবাসে বেশি অবৈধ। কারন হলো যে কাজটা তাকে দেওয়া হয়েছে সে কাজটাতে সে পারদর্শী নয়।

তাই কাজ ফেলে পাসপোর্ট ফেলে পালিয়ে বৈধ্য থেকেও অবৈধ্য হচ্ছে। যদি হাতের কাজ জানা থাকত তাহলে এই সমস্যাটা হতোনা। যাই হোক বলছিলাম লোগো ডিজাইন কাজের কথা এমব্রয়ডারীর মাধ্যমে লোগো করার জন্য যে প্রগাম টা ব্যবহার করা হয় তার নাম স্টিলিস্টা। এই প্রগ্রাম দিয়ে খুব সহজে ডিজাইনটা করে মেশিনে ট্রান্সপার করলেই অটোমেটিক লোগো বা ডিজাইন টা হয়ে যাবে। আজ আমি স্টিলিস্টার কয়েকটি টুল নিয়ে আলোচনা করব।

Open: Save file খোলার জন্য। Save: ডিজাইন সংরক্ষনের জন্য। Parameter: ডিজাইনটার সুতার ঘনত্ব স্টিচগুলোর দূরত্ব সেট করার জন্য। Manual stitch: লাইন বা সরল রেখা তৈরির জন্য। Running stitch: সরল বা বক্ররেখা অথবা ফ্রিহ্যান্ড ড্রইং এর জন্য।

Zigizag: এই টুল টি দিয়ে অটোমেটিক ফিল করা যায়। Special in Line Stitch: এই টুল টি দিয়ে লাইন গুলো বিশেষ কতগুলো রূপ দেয়া যায়। অনেকটা Word Art এর মত। Fill: এটি হচ্ছে লোগো ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। মূলত এ্ই টুলটি দিয়ে লোগোর প্রধান কাজগুলো করা হয়।

Lettering: এই টুলটি দিয়ে লেখার কাজ করা হয়। Edit Source Line: লোগো বা ডিজাইন এডিট করার জন্য এটি ব্যবহার করা হয়। Object: Object বা selection tool এটি দিয়ে সিলেক্ট করা যায়। Block: ডিজাইনের বিশেষ কোন অংশকে সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়। আশা করি টুল গুলো সম্পর্কে প্রাথমিক ধারনা হ্য়ছে।

পরবর্তী পর্বে প্রতিটা টুলের কাজ বিস্তারিত ছবি সহ দেবার চেষ্টা করব -- ইনশাআল্লাহ। (আমার লেখা যদি কোন ভাইয়ের নজরে পড়ে প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ করে দিতে পারে এবং আমাকে উৎসাহিত করবে। ) কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.