আমাদের কথা খুঁজে নিন

   

সব আবিষ্কার 'সামান্য' জনগন করে, মাসে মাসে যারা বেতন পায় তারা করে কি?


পরশুদিন টিভিতে দেখলাম 'সামান্য' এক ট্যাক্সি ক্যাব ড্রাইভার ঢাকা শহরের যানজট নিরসনে এক যুগান্তকারী ফর্মূলা বের করেছে। সরকার সে ফর্মূলা লুফে নিয়েছে এবং বিশ্বকাপের সময় তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আজ প্রথম আলোতে পড়লাম সামি নামের এক যুবক রেলওয়ের স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা আবিষ্কার করেছে। রেলওয়ে সেটা গ্রহন করেছে এবং তাকে দিয়ে পরীক্ষামুলক বাস্তবায়নের ব্যবস্থা করেছে। গুড জব এন্ড গুড নিউজ। কিন্তু খবর দুটি আমার মনে প্রশ্নের সৃষ্টি করেছে তা হলো- এই যে সামান্য দু যুবক দু দুটি যুগান্তকারী আবিষ্কার করলো আর সরকারী সংশ্লিষ্ট দপ্তরে চাকরী করা মাসে মাসে বেতন নেয়া, সরকারী কোয়াটারে বাস করা, কয়েকশ বড় বড় ইন্জিনিয়াররা কেন পারলোনা? তাদের কাজটা কি ? বসে বসে ঝিমানো আর কোনমতে মাসটা পার করে বেতন নেয়া? জবাব জানা আছে কি কারো কাছে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।