আমাদের কথা খুঁজে নিন

   

গল্পটি ফুরোবে না কখনো...

সুখি মানুষ

কত রাত, দিন, কত বেলা-অবেলা হেটেছিলাম পথ রেল লাইনটি ধরে... কত কথা, কত ব্যাথায় আমি ভাসিয়েছি দু'চোখ তাঁর সরল পথে... কত হুইসেল কত ট্রেইন ছুটে চলে এই পথ ধরে... কখনই বলে নি সে, একটি কথাও মন খুলে শুধু রেখেছে সহস্র কথার মালা, তার মৌণ মন্দিরে... কখনো বা পরিক্ত্যাক্ত স্টেশন, ধূলো পরা হাজার বছরের ইতিহাস, স্বপ্নহীন গোধুলী তবুও থামেনি... কখনো ভারি বর্ষায় ,ঘোলাটে আঁধারে, যখন মাঝ পথে হুইসেল শুনতে না পাই, আমায় সে আলতো করে ঠেলে দেয় নিরাপদে আস্রয়ে... হয়তো কখনো, এইভাবে, পথ চলতে চলতে রেল-লাইনটি, কোন একসময়, কোন এক-শহরে, রাতের আঁধারে, নিয়ন-বাতির সন্ধান পাবে...পাবে নতুন করে গড়া কঙ্ক্রীটের দালান, নতুন কোন রেল স্টেশন...রেল লাইন থেকে নেমে আমাকেও একদিন থাকতে হবে অনেক দুরে...হয়তো বা তখন শুরু হবে নতুন কোন গল্প নতুন কোন পরিবেশে....তবে সেই পথের ধারে শহর ঘুরে এসে, থেকে যাবে রেল লাইনটি...আর তাই গল্পটি ফুরোবে না কখনো...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।