আমাদের কথা খুঁজে নিন

   

যে গল্পটি এখন অতিসাধারণ !!!



আমাদের দেশে এমন কোন মানুষ খুজেঁ পাওয়া যাবে না্‌, যিনি দেশের জন্য কিছু করতে চান না। সবাই দেশকে ভালবাসে। দেশের জন্য কিছু করতে চায়। দেশের জন্য কিছু করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে, যে যেই অবস্থানে আছি , সেই জায়গার অর্পিত দায়িত্ব পালন করা। সাধারন জনগণ এই ক্ষেত্রে অনেক সংবেদনশীল, অন্তত যারা বিবেকবান।

কিন্তু আমার মনে প্রশ্ন জাগে, যারা দেশের জন্য সবচেয়ে বেশি করতে পারবে সেই সরকারের নীতিনির্ধারকরা তাদের দায়িত্ব কি ঠিক মত পালন করেন?? সেই জন্মের পর থেকেই দেখে আসছি, সাধারন জনগনের অভাব- অভিযোগের তালিকাটা প্রায় একি রকম। কিন্তু এর কোন সমাধান নেই। সরকার বদলায়, নতুন সরকার আসে। কিন্তু সেই একি অবস্থা। একই ঘটনার পুনরাবৃত্তি।

সাধারন মানুষের কাছে এই গল্পটা এখন অতিসাধারণ হয়ে গেছে। যেন আমরা ধরেই নিয়েছি যে, এই গল্প চলতেই থাকবে অনন্তকাল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।