আমাদের কথা খুঁজে নিন

   

ছেলের খোঁজে মা



মায়ে জানেনা ছেলেটা তার কেমন আছে যারে রাখছে নিজে না খাইয়া ভাতে মাছে ছেলেরে আদরে করে বড় গরীব বিধবায় ডাংগর হইয়া সে কোথায় কেবল পালায়। মায়ের দু' নয়ন খোঁজে কেবল তারে কত বন্ধুরে জিগায় যাইয়া দ্বারে দ্বারে। কখনো তারে চাইয়া কেউ কিছু কয় না দেইখা কেউ যে মুখ ফিরায়া লয়। মায়ের চোখের পানি তো বাঁধ মানেনা কোথায় থাকে সে, মা তা' যে জানেনা কবে থেকে সে করছে শুরু নেশা করা নেশা বিক্রি করে করে সে নেশায় ধরা। গরীব মায়ের দুঃখ ছেলে ঘুচাতে চায় গাড়ী করে নেশার জিনিস দিয়ে যায় বেচার ফাঁকে ফাঁকে নিজে খা্য়ও কিছু নেশা তো আর তার ছাড়ে না পিছু। হঠাৎ কোথায় বাঁশী জোরে ওঠে বেজে দৌড়ে কোথাও পালাতে পারে না সেযে ঝাপটা খেয়ে অবশেষে ছেলে পরে ধরা না জেনে মায়ের খোঁজা আর অশ্রুঝরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।