আমাদের কথা খুঁজে নিন

   

ছেলের পান্জাবী

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

ছেলে যাবে আগামীকাল তার পাপার সাথে নামাজ পড়তে ,প্রস্তুতি নিতে হচ্ছে আমার। টেক্সমার্ট থেকে তার জন্য পান্জাবী কেনা হয়েছে এবং সেটাতে তাকে ভাল দেখায় ,তবু তার বাবার ইচ্ছা দর্জিকে দিয়ে তৈরী করানোটা পরাতে হবে। কত ঝামেলা ,কাল ঈদ,তারপরেও তার পান্জাবী নিয়ে বার বার বসতে হচ্ছে আমার, নকঁশা তুলছি । শ্বশুর চলে গেছেন ,তার জন্য আমার হাতের নকশা করা পান্জাবী দেখেছি তিনি আগ্রহ নিয়ে পরতেন;আমি কর্মস্থলে বসে হলেও ব্যস্ততার মধ্যে নকশা করার কাজটা চালিয়ে যেতাম। সব কষ্ট দুর হতো যখন দেখতাম তার অনেক দামী কাপড় রেখে আমারটা পরতেন।

ক"বছর হলো তাকে আর পরাতে পারিনা । খারাপ লাগছে তার জন্য । বার বার আমার স্বামী মানা করছে সেলাইয়ের কাজটা নিয়ে বসতে ,আমার ব্যস্ততা দেখে,কিন্তু আমি শেষ করবো --আমারছোট্ট বাবার জন্য পান্জাবীর নকঁশা । বাবা(শ্বশুর আমার) উপর থেকে দেখবেন আর সুন্দর স্নিগ্ধ হাসিটা হাসবেন। কাল ঈদ,সবারতো হাসিখুশী থাকার কথা ।

(আমার নিজের বাবা আমার হাতে সেলাই করার বয়স হবার আগে চলে গেছেন---জানি সেও খুশী হবেন ,তার সবচেয়ে আদরের সন্তান অন্যকে খুশী করতে পারে দেখে)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।