আমাদের কথা খুঁজে নিন

   

কমদামে Highspeed ইন্টারনেট

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি।

ব্রডবান্ড ব্যবহার করতাম আগে। তাদের নানান রকম সমস্যা ছিল। তারা ঠিকমত সংযোগ দিত না। বলত ভাই আপনে আপনার pc restart দেন।

তখন অনেক load shedding হইত, আমার যখন ecity আসত তখন আমি সংযোগ পাইতাম না। বলত ভাই আমাদের বিদ্যুত নাই। আমি সারাদিন কলেজ এ থাকতাম এখন কি আমার এসব শুনলে ভাল লাগে? কি আর করমু বেডার লগে আর বকবক করুম না ঠিক করলাম, কাইটা দিলাম। জিপি ইন্টারনেট এর পিটু ব্যবহার শুরু করলাম, ভালই ছিলাম। কিন্তু জিপি রা যা করে আরকি, ওরা প্রিপেইড এ পিটু বন্ধ করে দিল।

আমি কল কইরা জানতে চাইলাম তখন আমারে বলে এইটা বাদ ওইটা লন। কি আর করুম মনের দুঃখে পিসিক্স নিয়া আমি খালি ব্রাউজ করতাম, ডাউনলোড কিছু করা লাগলে কোনো ফ্রেন্ড রে বলতাম অথবা হল থেকে ডাউনলোড করে আনতাম। এখন ত এইটার অবস্থা ও খারাপ। গ্রামীন ফোন রাত ১১টার দিকে এত খারাপ লাইন যে বলার মত না। কোনো পেইজ লোড করতে হলে সারাক্ষন স্ক্রীন এ তাকায় থাক।

শুনলাম আমাদের দেশে নাকি 3g আইব। কে জানে কবে আইব। QB unlimited net 1400tk monthly. এত টাকা কেডা দিব? আমি ত ছাত্র। ইন্টারনেট যদি ৫০০ টাকাতে পাইতাম তাইলে ভালা হইত। কিন্তু কে হুনব আমার কথা? ডিজিটাল বাংলাদেশে মাত্র 15-20KBps হাইস্ট স্পীড পাই।

বিদেশি ফ্রেন্ড গো লজ্জায় কিছু কইতে পারি না, আগে বলদের মত কইতাম আর ওরা আমার দেশ নিয়া হাসত, এটা সহ্য করতে পারতাম না, তাই পরে এই বেপার তা এড়াই যাইতাম। দেশে নতুন সাবমেরিন কেবল যুক্ত হবে, দেশে 3g আসবে শুনি। এটা যেন বিদেশে রপ্তানি না করে আমাদের ব্যবহার করতে দেয়া হয়। এখন দেশে যদি আমরা আরও bandwidth নিজেরা ব্যবহার না করে বিদেশে রপ্তানি করি, আর সেই পুরান কথা। সরকার বলবে আমরা দেশের সব জায়গাতে ইন্টারনেট দিয়েছি! লাভ টা কি? বেশি bandwidth আমাদের নিজেদের ব্যবহার করতে দেয়া হোক।

আমার মত ছাত্ররা যাতে বিদেশের মত কম টাকাতেই highspeed internet ব্যবহার করতে পারি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।