আমাদের কথা খুঁজে নিন

   

সহজে এবং কমদামে copyright করা

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

সহজে এবং কমদামে copyright করা অনেকে হয়তো হাসবেন। কিন্তু আমি এখন যা লেখব তা নিয়ে থোড়া চিন্তা করলেই বুঝতে পারবেন। লেখা শেষ হলে একটা সিডিতে কপি করবেন এবং কিছুদিন লুকিয়ে রাখবেন। এতে প্রমান করতে পারবেন লেখাটা যে আপনি প্রথম লেখেছেন। কারণ সিডির তারিখ বদলানু যায়না।

লন্ডন অবশ্য নিজের কাছে পোস্ট করলেই হয়। এখানে তারিখ নিয়ে দুই নাম্বারি কাজ হয়না। এটা আমাকে এক অফিসার বলেছিলেন। আমি প্রথম আমার লেখা কাউকে পড়তে দিতামনা। উনি বললেন, টাকা দিয়ে কপিরাইটস করতে গেলে অনেক ঝামেলা তবে সহজ উপায় হল, একটা খামে ভরে নিজের কাছে পোস্ট করবে এবং খুলবেনা।

কেউ যদি নকল করে তখন তাকে কোর্টে নিয়ে খাম খুলে দেখাবে। আমি চিন্তা করে দেখলাম আসলেই কাজটা সহজ। এবং আমার সব লেখা ফ্লপিতে ভরে পোস্ট করলাম। পরে যে সমস্যা হয়েছিল, তাহল আমার কাছে অনেক বই। পোস্ট করতেও পয়সা লাগে।

তখন সিডিতে একটা লেখা সেইভ করে দেখলাম রিরাইট করলে তারিখ বদলে। চিন্তা ভাবনা করে সিধ্যান্ত করলাম। লেখা শেষ হলে সিডিতে সেইভ করার পর সরিয়ে রাখলেইত হয়। ব্যাস আমার কাজ হয়ে গেল। এখন আসল কথা বলি ব্লগে আমি যে লেখা দেই তা কিন্তু অনেক পুরতান লেখা, মানে কম হলেও বছর হবে।

অনেকে আমার লেখা নকল করেছে এমনকি আমার বইর শিরণাম পর্যন্ত নকল হয়েছে আলো ব্লগে। আমি মনে মনে হেসেছিলাম আর বলেছিলাম, ল্যালা অবলা থোড়া সবুর কর তোরে আমি জেলপাখি বানাব দেশে আসলে। কারু সাহস থাকলে আমার লেখা নকল করে বই প্রকাশ কর, মজা চাটবে জেলে বসে, কারণ আমার উকিলকেও টাকাও দিতে হবে মানে সর্বহারা হবে। আমার উকিল আবার লেন্ডনি তাকে ঘন্টায় ১০০ পাউন্ড দিতে হয়। অনেক নামিদামিতো তাই।

হে আবার আমার পুরান কাস্টমার। লেখকরা বুঝেছেন? যারা ফুটু তুলেন তারাও সিডিতে কপি করবেন এবং বলবেন কপিরাইটস আছে নকল করলে জেলাপাখি হইবা। আর জানতে চাইলে মন্তব্যে বলব ছবি নেট থেকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.