আমাদের কথা খুঁজে নিন

   

বিলবোর্ড সমস্যা ??? Think Positively

ডাক্তার মানুষ, অনেক ব্যস্ত
ইদানীং বাংলাদেশে নতুন একটা ক্রেজ চালু হয়েছে ... আর তা হলো "বিলবোর্ড" । রাস্তার আনাচে-কানাচে , চৌরাস্তার মোড়ে, গলির মাথায়ও পারলে বিলবোর্ড শো করা হচ্ছে । কিন্তু এদেশের সচেতন কিন্তু "বেরসিক" জনগণ একে বলছে ঝামেলা আর রাজনৈতিক কূটচাল । কিন্তু আমরা যারা সবকিছু Positively দেখে অভ্যস্ত তারা এই জিনিসটাকে নিয়েছি চূড়ান্ত Positiveness এর প্রতীক হিসেবে ভাবুন একবার, এখন আরবি কি মাস ? পবিত্র রমজান মাস তো ? রমজানের পবিত্রতা রক্ষা করা আপনার আমার মতো প্রত্যেক সচেতন মুসলিমের দায়িত্ব ও কর্তব্য । এখন ভাবুন তো একবার আমাদের দেশে কি পরিমান "অশ্লীল" বিলবোর্ড রয়েছে ? বাইরে বেরোলেই খালি মডেলদের ছবি চোখের সামনে ভাসে ।

ইদানীং আবার একটা খ্যাতনামা পোশাকনির্মাতা প্রতিষ্ঠান তাদের মডেলদের কোলে তোলা ছবি দিয়ে বিলবোর্ড বানাচ্ছে যা দেখলে হুজুররা তো বটেই, আমাদের মুখ দিয়েও নানান কথা বেরিয়ে যায় । এতে রোজা-রমজানের পবিত্রতা রক্ষা নিয়ে প্রশ্ন ওঠে বৈকি । তাই এই অবস্থা থেকে আমাদের উদ্ধার করতে এসেছে একটি Political গোষ্ঠী । তারা এইসব "নাজায়েজ" বিলবোর্ড সরিয়ে তাদের "সাফল্যনামা" সংবলিত বিলবোর্ড টানিয়ে দিয়েছে রাজধানীর আনাচে কানাচে । এতে করে "নাজায়েজ" বিলবোর্ড আর দেখা লাগলো না উপরন্তু নানান সাফল্যের কাহিনী ফাউ-ফাউ শোনা গেল ।

মন্দ কি ?? ওহ ! ভাবতেই নয়ন জুড়াই যাইতেছে এটা ছিল আমার ওয়ার্ডের এক আওয়ামীপন্থী পেশেন্টের মন্তব্য ... Now According To The Mango Peoples Like us: জনাব, নাজায়েজ বিলবোর্ড সরিয়েছে ভালো কথা কিন্তু ঘর থেকে বেরিয়েই এই ঠাকুরমার ঝুলি আমাদের দেখতে হচ্ছে নিয়মিত ... তাই কিছু প্রশ্ন এল মাথায় -- **কিন্তু ব্যর্থতার বিলবোর্ড কে টাঙাবে ?? **জনগনের টাকার এই অপচয়, এর দায় কে নেবে ?? **যতদূর জানি পলিটিক্যাল উদ্দ্যেশ্যে বিলবোর্ড টাঙ্গানো নিষেধ (নির্বাচন কমিশন দ্রষ্টব্য) ... তবে এটা কি আইন ভঙ্গের মধ্যে পড়ে না ?? কেউ নেবে না তো ? আচ্ছা ঠিক আছে, কি আর করা -- আসেন বিলবোর্ড দেখি ... দেখে একটু তো হাসির রসদ পাব
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.