আমাদের কথা খুঁজে নিন

   

বিলবোর্ড এবার চট্রগ্রামে

এবার বিলবোর্ডে ছয়লাব হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। গতকাল মঙ্গলবার পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ৫০টি বিলবোর্ড ও দেড় শতাধিক ডিজিটাল ব্যানার। নগরীর গুরুত্বপূর্ণস্থানে লাগানো এসব বিলবোর্ড ও ব্যানারে প্রদর্শিত হচ্ছে সরকারের পৌণে পাঁচ বছরের উন্নয়নের চিত্র। এছাড়া বিলবোর্ডে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে সিডিএ চেয়ারম্যান আবদুস ছালামের ছবিও রয়েছে।

'উন্নয়নের মহোৎসব, বদলে যাচ্ছে চট্টগ্রাম' শিরোনামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বিলবোর্ড লাগাতে শুরু করেছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে বন্দর নগরীর আগ্রাবাদ চৌমুহনী-বাদামতলী, নিউমার্কেট, ওয়াসার মোড়, কাস্টমস হাউস, ইপিজেড, সল্টগোলা ক্রসিং, বারিক বিল্ডিং, লাকী প্লাজার সামনে, লালখানবাজার, টাইগারপাস, দেওয়ানহাট, ফকিরহাট, ২ নম্বর গেট, মুরাদপুর, জিইসিমোড়সহ বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার।

প্রসঙ্গত, এর আগে রাজধানী ঢাকায় সরকারের উন্নয়ন চিত্রের বিলবোর্ড টানানো হয় যা নিয়ে গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে নানান আলোচনা-সমালোচনা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.