আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের পারফিউম

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
বিয়ে জীবনের এক নতুন অধ্যায় ও পরিবার গঠনের নিয়ম। একে অন্যের সুখ-দুঃখ ভাগাভাগির নাম বিয়ে। তাছাড়া সঙ্গী হয় অজানা-অপরিচিত একজন মানুষ। বিয়ে শব্দটি দুই অক্ষরে হলেও এর ব্যাপকতা বিশাল। একজন মানুষের জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই আগে থেকেই বর-কনেকে সাজগোজের প্রস্তুতি নিতে হয়।

বিয়ের সাজসজ্জার মধ্যে পারফিউম অনেক ভূমিকা রাখে। বর-কনে দু'জনই চায় নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করতে। একটা সময় ছিল যখন বিয়েতে পারফিউম ব্যবহার হতো কম; কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানুষ সবদিক লক্ষ্য রাখে। পারফিউম অনেকেই ব্যবহার করে, তবে বিয়েতে কী ধরনের পারফিউম ব্যবহার করতে হয় তা সবাই জানে না। রূপচর্চা বিয়ের একটি বিশেষ অংশ।

পার্লারের বিউটিশিয়ানরা এখন বলে দেন, বিয়েতে কোন ব্র্যান্ডের বা কী কী পারফিউম ব্যবহার করা উচিত। অনেককে আগে থেকেই বিয়ের জন্য প্রস্তুতি নিতে হয়। বিয়েতে কনের অন্যতম সাজ হলো শাড়ি। কিন্তু বর্তমানে বরকেও কম সাজগোজ করতে হয় না। বরের কেনাকাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শেরোয়ানি ও পাগড়ি।

আজকাল স্কিন অনুযায়ী বিয়েতে মেকআপ দেওয়া হয়। বিয়ের মেকআপ নেওয়ার জন্য পার্লারে যাওয়া যুক্তিসঙ্গত। বর্তমান সময়ে বিয়েতে যেসব পারফিউম ব্যবহৃত হচ্ছে বা করা উচিত তা নিয়ে বলেছেন ঝিলিক এন্টারপ্রাইজের জিএম মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, অনেক পারফিউম রয়েছে যেগুলো বর-কনে দু'জনেই ব্যবহার করতে পারেন। আবার অনেক পারফিউমের মধ্যে ম্যান ও উইম্যান রয়েছে।

তাছাড়া রয়েছে মেরিজ পারফিউম, রয়েল মেরিজ, জোভাল সেক্স অ্যাপিল, ইন্টার্নাল লাভ, ব্লু লেডি, ব্লু ফর ম্যান, ওডি অ্যাপারেল, ওয়ান ম্যান শো, হুগো বস, জাগুবার, প্রকিশি, মেস্কি ইত্যাদি। দরদাম : এর দরদাম নির্ভর করে কত মিলি বা কোন ব্র্যান্ডের তার ওপর। গাউছিয়া মার্কেটে অন্তরা কসমেটিক্সের আনোয়ার হোসেন বলেন, ১৮০ থেকে ৩ হাজার টাকার বিয়ের পারফিউম পাওয়া যায়। গত বছরের তুলনায় এবার পারফিউম বেশি বিক্রি হচ্ছে। প্রতি বছর শীতকালে পারফিউম বেশি বিক্রি হয়, কেননা শীতের সময় বিয়ে বেশি হয়।

যেখানে পাবেন : পারফিউম কসমেটিক্সের দোকানে পেতে পারেন। তাছাড়া বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, মৌচাক মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, ধানমণ্ডি, মিরপুর, উত্তরা, গুলশান ইত্যাদি স্থানেও পাবেন। বর্তমানে কিছু অভিজাত মার্কেটে শুধু পারফিউম বিক্রি হয়, এমন কিছু দোকান রয়েছে। আপনি সেখান থেকেও কিনে নিতে পারেন। সুত্র ....।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।