আমাদের কথা খুঁজে নিন

   

নতুন এবং আন্ডারগ্রাউন্ড ব্লগার, সকলে তৈরি থাকুন সামুর ঈদ উপহারের জন্য

মাঝে মাঝে কিছু ভালো লাগে না আবার মাঝে মাঝে কী যে ভালো লাগতেসে তাও বুজতে পারি নাহ

আজ পবিত্র মাহে রমজানের ২৮তম রোজা পালন করা হল। মুসলমানদের একটি বড় উৎসবের আর এক কিংবা দুই দিন বাকি আছে। বছরের এই সময়টা মানুষ তার আপনজনের কাছে ছুটে যাবে, ফিরে যাবে যাই বলি না কেন, কিংবা বিত্তসালীরা আধুনিকতা করে ঈদের ছুটিতে দেশের বাইরে যাবে এটা আশা করাটাই স্বাভাবিক। নাগরিক জীবণ বা কোলাহল কিছুই মানুষকে আটকাতে পারবে না। বাসের ছাদে, ট্রেনের বগির জোড়ায়, লঞ্চের লোহায় যে যেখানে একটু জায়গা পাবে সেখানেই নিজের জায়গা করে নিয়ে ফিরবে।

আর যারা দেশের ভেতরে বা বাইরে বেড়াতে যাবে তারা হয়তো আরো আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন। অনেকে আবার প্লেনের টিকিটও কেটে নিয়েছেন। বিমানওয়ালাদের ভাগ্য ভালো যে তাদের বিমানে বগির জোড়া নেই, ঝুলার রড নেই অথবা সমতল ছাদ নেই। থাকলে হয়তো ঘরে ফেরা মানুষ থেকে রেহাই পেতো না। এই ব্লগের অনেক ব্লগার আছেন বাড়ি ফেরার দলে এটা সন্দেহাতীত।

ছোট বড় অনেকেই চলে যাবেন ব্লগ ছেড়ে তবে সাময়িকভাবে। আর এই সাময়িক শুন্যতা কাটিয়ে উঠার জন্য সামু মামু হয়ে যাবে তাদের কাছে যারা না পারতে থেকে যাবে অথবা যাদের ফিরে যাবার যায়গা নেই, বা গ্রামে যাওয়া হয় না যাদের। এই সেই সুযোগ। এর কথাই বলতে এত্ত কেঁচাল। অনেক নতুন ব্লগার এই সুযোগে সেইফ হবেন, অনেক আন্ডারগ্রাউন্ড ব্লগার সেইফ হবেন(আমার মতন আর কি)।

হঠাৎ করে ব্লগে ঢুকে দেখবেন আপনি এখন সেইফ, অন্যের ব্লগে ঢুকে যা ইচ্ছা তাই বলতে পারছেন মানে মতামত জানিয়ে লিখতে পারছেন। যদি আমার এই পোস্টের কথা মনে থাকে তাহলে এসে জানিয়ে যাবেন "সেইফ হয়েছি"। সামু ভরে যাবে "ঈদ মুবারক" আর "সেইফ হয়েছি" টাইপ পোস্টের ছড়াছড়ি ব্লগ। আসলে আমাদের মনে হয় কিছু করার নাই এখানে। আর কিছু করার মনে হয় দরকারও নেই।

সামুর যেখানে যেভাবে স্বার্থ সে সেইভাবেই করে যাবে, যা প্রয়োজন তাই। ব্লগার বাড়ি যাবে তাই বলেতো আর ব্লগ খালি ফেলে রাখা যায় নাহ। যারা কয়েকদিন নিয়মিত থাকবেন বা আছেন তারা এই সুযোগে সেইফ বা জেনারেল হয়ে যাবেন। আর কারো যদি ইচ্ছা থাকে মাল্টি বানাইয়া কাউরে ধোলাই দিতে তাহলে জনাব এই সুযোগ। এই সুযোগ হাত ছাড়া করেছেন তো ২মাস পিছিয়ে যেতে হবে আগেই বলে দিলাম।

অতএব ঝাপায়ে পড়েন। বি দ্রঃ পোস্টের লেখক নিজেও এমন সুযোগের কথা আগে জানতো নাহ। কিন্তু এক বছর আগে ঈদ-উল-ফিতর এর কয়েক দিন আগে বেচারা হঠাৎ করে সেইফ হয়ে যায় আবার তার কিছুদিন পরেই জেনারেল হয়ে যায়। ( আমার এই লেখার কারণ মূলত এটাই বলা যে যদি নিয়মিত সকল বিভাগ পরিচালনা হত তাহলে মনে হয় এমন করা লাগত না। সামুতে একাউন্ট খুলার পরেই দেখা যায় ৭দিন ওয়াচে রাখা হয়।

কিন্তু এই ৭দিন কারো কাছে বছর পেরিয়ে গেলেও পার হয় না আবার কারো কাছে দেখা যায় এক থেকে দুই দিনের ব্যপার মাত্র। আমার ক্ষেত্রে ২বছর ৮মাস পরে সাতদিন পার হয়েছে তাও আবার ঈদের মৌসুমে সামুর ব্লগার শুন্যতায়। আমি কিন্তু আজাইরা ...... খেলার মাঠের দুধ -ভাত। আর অন্যদের কি অবস্থা। কার কার দীর্ঘ "৭দিন" কয় দিনে পার হয়েছে বলেন দেখি যদি মনে থাকে।

)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.