আমাদের কথা খুঁজে নিন

   

হে বঙ্গবীর, আপনার প্রতি এক আকুল আবেদন

বাঙালি জাতির যে কয়েকজন বীর আছেন, তার মধ্যে কাদের সিদ্দিকীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি চাইনা আমাদের পরবর্তী প্রজন্ম বঙ্গবীরকে নিয়ে কোন বিতর্ক করুক, আমি চাই হাজার বছর ধরে বাংলাদেশী ছেলেমেয়েরা তাদের বঙ্গবীরকে নিয়ে গর্ব করুক, বঙ্গবীরের পোষ্টার টানিয়ে রাখুক তাদের ঘরে। এমন একজন ব্যাক্তিত্ব যাকে নিয়ে আমরা গর্ব করবো সবসময় সে যেন সময়ের চাহিদায় নষ্ট না হয়ে যায়। আমাদের বাঘা সিদ্দিকী ১৯৭১ থেকে ২০১৩ পর্যন্ত নয়, আমাদের বাঘা হাজার বছর ধরে থাকুক বাঙালির অন্তরে। সামান্য একটু খ্যাতি বা সম্মানের জন্য আজ হয়তো বঙ্গবীর এরকম করছেন, তার জীবদ্দশায় হয়তো তিনি ব্যাক্তিগতভাবে কয়েকটা টক শোতে মুখ দেখাতে পারবেন বা পত্রিকায় কলাম লিখতে পারবেন।

আমরা জানি আওয়ামী লীগ কখনই বঙ্গবীরকে তার প্রাপ্য সম্মান দিবে না। কিন্তু এ অভিমানে বঙ্গবীর যেন তার মর্যাদা নষ্ট না করেন। আমরা কোনভাবেই চাই না আমাদের গর্বের সেই কাদেরিয়া বাহিনীর অধিনায়কের গায়ে কোন কাদা লাগাতে। হাসিনা, খালেদা সহ আওয়ামী লীগ, বিএনপি যত নেতা আছে, সবাইকে বাঙালি একদিন ভুলে যাবে, ইতিহাসে তাদের স্থান হবে কোনার এক চিপা চাপায়। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী থাকবে সর্বাগ্রে, সবার উপরে, বাঙালির বীরসত্ত্বার এক উদাহরণ হয়ে।

হে বঙ্গবীর, দয়া করে আমাদের বঞ্চিত করবেন না। আমরা আপনার মত বীরকে হারাতে চাই না, আমরা চাই আপনি সব কিছুর উর্ধ্বে থেকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক নক্ষত্র হয়ে থাকুন, যার বীরত্বের গল্প একশ বছর পরেও এ দেশের মানুষ গর্ব করে বলবে। কোনরুপ কালিমা যেন আপনার এ মহান ভূমিকারে স্পর্শ না করে, কেউ যেন আপনাকে নিয়ে কোন বিতর্কমূলক কথা না বলতে পারে। আপনি হাজার বছর ধরে বেচে থাকুন বাঙ্গালীর বীরত্বের উদাহরণ হিসাবে, আপনি হাজার বছর ধরে জ্বলজ্বল করুন বঙ্গমাতার বাঘ্রশাবক হিসাবে। আপনি হাজার বছর ধরে এই বঙ্গের বীর হয়ে থাকুন, থাকুন এ জনপদের, এ মাটির বঙ্গবীর হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।