আমাদের কথা খুঁজে নিন

   

'ইত্যাদি' মানেই ম্যাসেজ

'ইত্যাদি' মানেই অপ্রতিরোধ্য জনপ্রিয়তার দীর্ঘ পথপরিক্রমা। এই সফলতার মূলমন্ত্র কি?

ইত্যাদি বরাবরই সময়কে ধারণ করে এগোয়। এটিই এই অনুষ্ঠানের বড় সার্থকতা। প্রতিভাবান কিংবা অসহায় মানুষের জীবনচিত্র, সামাজিক-রাজনৈতিক অনিয়ম-অসঙ্গতি যা টিভি কিংবা পত্রপত্রিকায় ওঠে আসে না, এসব বিষয় বিনোদনের মাধ্যমে হৃদয়গ্রাহী ও সাবলীলভাবে 'ইত্যাদি'তে তুলে ধরার চেষ্টা করা হয়। তা ছাড়া কিছু প্রেডিকশন সব সময়ই কৌতুকের আড়ালে ধারণ করে আসছে 'ইত্যাদি'।

এককথায় 'ইত্যাদি'কে বলা যায় শেকড় সন্ধানী অনুষ্ঠান। ফলে সব শ্রেণীর মানুষের জীবনচিত্র বা প্রাণের অনুষ্ঠানে পরিণত হয়েছে ইত্যাদি।

 

এবারের ঈদের চমক কি?

'ইত্যাদি' মানেই দর্শককে বিনোদননির্ভর মেসেজ দেওয়া। এবারও তাই থাকছে। কখনো বিদেশিদের দিয়ে নির্দিষ্ট বিষয় পরিবেশনার মাধ্যমে পরিবার বা সমাজের অসঙ্গতি, কৃষকদের খেলাধুলার মাধ্যমে তাদের জীবনধারণের চিত্র, গ্রামীণ জনগোষ্ঠীর অংশগ্রহণে লোকজ সংস্কৃতিকে তুলে ধরে হয়েছে।

এবারের 'ইত্যাদি'তে মেসেজ হিসেবে থাকছে 'ঈদে পারিবারিক বন্ধন কেমন হওয়া উচিত'।

 

আর নাটক?

আসলে আমি আমার টাইপের নাটক নির্মাণ করি। আমার নাটকের বিষয় সিরিয়াস হলেও উপস্থাপনা বিনোদনমূলক। কারণ সিরিয়াসভাবে বিষয়বস্তুর অবতারণা করলে তা দেখতে গিয়ে দর্শকের মধ্যে বিরক্তির উৎপাদন ও ধৈর্যচ্যুতি ঘটে। এবারের নাটকটিতে একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে।

এ নাটকে যথারীতি একটি মেসেজও রয়েছে। তা হলো- আমাদের চরিত্রের যে ধরন তার দোষগুলোর ওপরই নির্ভর করে করণ অর্থাৎ কর্ম।

* আলাউদ্দিন মাজীদ

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.