আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ব্যাংক এর কাছে অনুরোধ আর এস.ই.সি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই।



সারাদিন শেয়ার মার্কেটের খোজ খবর নেইনি রাতে যখন দেখলাম অবস্থা তখনই খুবই প্রতিবাদ করতে ইচ্ছা করলো। মনে হয়....... যাইহোক, কিছুদিন ধরে নিউজ আসছিলো বেশ কিছু ব্যাংক তাদের একটি বড় এমাউন্ট অর্থ শেয়ার মার্কেটে (অনুউৎপাদনশীল খাতে) বিনিয়োগ করেছে, তখনই সন্দেহ হয়েছে বাংলাদেশ ব্যাংক হয়তো এর বিরুদ্ধে কিছু একটা করবে। কিন্তু হঠাৎ করে মুদ্রাসংকোচন শুভকর নয়। যদিও বাজারে গেলে দেখা যায় মূল্যস্ফীতির প্রভাব। ৪২ টাকা কেজি দরে চাউল কিনে ভাত রান্না করে খাওয়া যায় না।

মনে হয় দোকানদারকে গিয়ে কিছু একটা করি... এতে এত গন্ধ লাগে...শীতে শবজির সিজনেও নাগালের বাইরে... ব্যাংকগুলো অর্থ সংকটে ভুগছে চরম ভাবে। কলমানি রেট ১৮০ শতাংশ এ দেখেই অবস্থা বোঝা যায়। তাই, ডঃ আতিউর সারের কাছে অনুরোধ হঠাৎ করে এমন কঠোর অবস্থা না নিয়ে কিছু প্রতিষ্ঠানকে একটু করে চাপে রাখা যায়; কিন্তু এমন পদক্ষেপ নিবেন না যাতে শুধুমাত্র বাঙলাদেশে মহামন্দা দেখা দেয়। এইবার এস.ই.সি কে বলি আপনাদের কে একটু উত্তম-মাধ্যম দিতে নিলেই আপনারা সোজা হয়ে যান। কয়েকদিন আগে আপনারা যা দেখালেন- মার্কেট বন্ধ হওয়ার একটু আগে আগে সব মার্চেন্ট ব্যাংক সহ সকল ব্রোকারেজ প্রতিষ্ঠানের সবাইকে বললেন একটা মিটিং হবে...আর এতে বিনিয়োগ কারীরা যা বোঝার বুঝেনিয়েছিলেন, আর তৎক্ষনাৎ দর পতন।

গুজব হচ্ছিলো লোন সুবিধা রাখবেন না, আবার রাখলেন। এরপর দিলেন ১:০৫, এর পর ১:১, আজ দেখছি ১:১.৫ এর মানে কি? এর মধ্যে আবার আথিক প্রতিষ্ঠান গলো আছে তারল্য সংকটে। তাহলে এর প্রভাব কেমনে পড়বে?আপনারা ইচ্ছা হলেই কাউকে শেয়ার কিনিয়ে সুবিধা করে দেন। আমার বলতে ইচ্ছা করছে আপনারাই হলেন পুঁজিবাজারে সবচেয়ে বড় গেম্বলার। পরিশেষে বলবো, এমন কিছু খাম খেয়ালী করবেন না, যাতে বড় রকমের আন্দোলন হোক আর আপনারা ক্ষমতা হারান।

একবার সিদ্ধান্ত নেবার আগে ১০ বার ভাবুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.