আমাদের কথা খুঁজে নিন

   

জরীপ পোষ্টঃ সবার অংশগ্রহন কামনা করছি

আমার ব্যাপারে কিছু বলব না

১৪ডিসেম্বরের দল। একটি অরাজনৈতিক সংগঠন যারা যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে কাজ করছে। সংগঠনটি আজ থেকে একটি জরীপ পরিচালনার কাজ শুরু করেছে। চলবে মার্চ পর্যন্ত। জরীপটির মাধ্যমে বিচারটি নিয়ে মানুষের চিন্তাভাবনা, মতামত সংগ্রহ করা হচ্ছে।

জরীপ শেষে জরীপের ফলাফল কোনো একটি পত্রিকার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করা হবে। আমি জরীপের প্রশ্নগুলো দিচ্ছি যাতে ব্লগাররাও জরীপে অংশ নিতে পারেন। পরে তা জরীপ পেপারে তোলা হবে। প্রশ্নগুলো হচ্ছে- ১। যুদ্ধপরাধীদের বিচারের ব্যাপারে আপনি কি আশাবাদি? ২।

যুদ্ধপরাধীদের বিচারের জন্য বর্তমানের সরকারের এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপে আপনি কি সন্তুষ্ট? ৩। আপনি কি মনে করেন প্রধান বিরোধীদল 'বিএনপি' যুদ্ধপরাধীদের বিচারকে সমর্থন করে? ৪। আপনি কি মনে করেন বর্তমান সরকার যুদ্ধপরাধের বিচারের ইস্যুর নামে বিরোধীদলগুলোকে রাজনৈতিক হয়রানী করছে? ৫। আপনি কি মনে করেন বর্তমান সরকার যুদ্ধপরাধীদের বিচারের ইস্যুটিকে আগামী নির্বাচনেও রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করবে? উত্তরগুলি 'হ্যা' অথবা 'না' তে দিতে হবে। ধরুন প্রথম প্রশ্নের উত্তর আপনি 'হ্যা' দিলেন।

সেক্ষেত্রে লিখবেন "১-হ্যা"। একিভাবে ২নং এর জন্য "২-হ্যা/না" ৩নং এর জন্য "৩-হ্যা/না" উত্তর প্রদানের শেষে নাম, বয়স, পেশা উল্লেখ করতে হবে। নাম দেয়াটা আপনার ইচ্ছে। বয়স ও পেশা দিলে জরীপের ফলাফলে সুবিধে হবে। পোষ্টে দিতে না চাইলে প্রাইভেট ম্যাসেজে দিলেও চলবে।

সবার অংশগ্রহন আশা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.