আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে এসে একজন ব্লগার কি করে? কৌতুহলী জরীপ পোস্ট-



১) সামুর প্রথম পাতায় যায়- ২) কার কার লেখা আছে দেখে। ৩) অনলাইনে কে কে আছে দেখে। ৪) অনলাইনে কতজন ব্লগার, ভিজিটর আছে দেখে। ৫) নামের তালিকা আকারে দেখে। ৬) কয়েকদিন ধরে দেখা যায় না এমন ব্লগারের খোঁজ করে- ৭) ব্যান হওয়া কেউ আবার আসে কিনা দেখে।

৮) কেউ বিদায় নিয়ে চলে যাচ্ছে কিনা দেখে। ৯) কারো শুভ জন্মদিন আছে কিনা দেখে। ১০) কোন কোন বিষয়ের ওপর লেখা আছে দেখে। ১১) সামুর প্রথম পাতায় মন্তব্য ঘরের মন্তব্য কে করেছে দেখে। ১২) সামুর প্রথম পাতায় মন্তব্য ঘরের শিরোনাম দেখে।

১৩) ছবি ব্লগ আছে কিনা, থাকলে দেখে। ১৪) ছবি ব্লগ আকর্ষনীয় হলে দেখে। ১৫) ১৮+ লেখা/ছবি আছে কিনা দেখে। ১৬) নিজের ব্লগ পাতায় যায়। ১৭) কোন অদেখা মন্তব্য আছে কি না দেখে।

১৮) অদেখা মন্তব্যের উত্তর দিতে লেগে যায়। ১৯) নিজে যেসব মন্তব্য করে এসেছিল তার উত্তর/প্রতিক্রিয়া দেখতে যায়। ২০) কোন অসম্পূর্ণ ড্রাফ্ট আছে কিনা দেখে। ২১) কারা তার ব্লগ দেখতে এসেছিল, দেখে। ২২) কোন অসম্পূর্ণ ড্রাফ্ট সেভ হয়েছে না হয় নাই দেখে।

২৩) মাইনাস দেবার চিন্তা রাখে, লেখক/পোস্টের বিষয় বুঝে। ২৪) সন্তান, বিয়ে সুখবর আছে কিনা দেখে। ২৫) পুত্তুম + দিতে চায়। ২৬) প্রথম মন্তব্যকারী হতে চায়। ২৭) সিরিজ লেখা আগে পড়তে শুরু করে।

২৮) টেকী হেল্প চায় বা কারো লাগলে উত্তর দেয়। ২৯) স্টিকি পোস্টের অবস্হা দেখে। ৩০) বিশেষ উপলক্ষ্য অনুযায়ী সামুর ব্যানার হয়েছে কিনা দেখে। ৩১) একইজনের একাধিক পোস্ট প্রথম পাতায় আছে কিনা দেখে ৩২) ঘুরে ঘুরে মন্তব্য করতে থাকে, পরে নিজে লিখে। . ৩৩) নিজে না লিখে ঘুরে ঘুরে মন্তব্য করতে থাকে।

৩৪) নিজের স্ট্যাটাস দেখে। ৩৫) লিংকের লেখা/অবস্হা দেখে। ৩৬) শুধু নিজের লেখা, মন্তব্য, ব্লগ পর্যালোচনা করে ৩৭) কেউ খুব সুন্দর পোষ্ট দিলো কিনা দেখে। ৩৮) এক লাইনের কবিতা পড়ে কারা কারা বিরক্ত তা দেখে। ৩৯) সুন্দর মেয়ে আছে কিনা দেখে।

৪০) লগইন করে কে কে ঘুমিয়ে আছে তা' দেখে। ৪১) কোন গ্যাঞ্জাম, ক্যাচাল, স্বাধীনতাবিরোধী পোস্ট আছে কিনা দেখে। ৪২) নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোন এ্যাড দেয়া যায় সুযোগ খুঁজে। ৪৩) ব্লগে এসে হাসতে থাকে। ৪৪) কবিতা লিখে।

৪৫) ওপেন আইডি এনেবল রাখে। ৪৬) কেউ সবশেষে সাইন আউট করে। আর কি কি করে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.