আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ নেতাদের ইতিহাস পাঠের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর



আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি অতিত ইতিহাস পাঠের আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা বর্তমান সরকারের অংশ। এমন কিছু করবেন না যেন সরকারের বদনাম হয়। আজ রবিবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। সাহারা খাতুন বলেন, সরকার যুদ্ধাপারাধীদের বিচারের কাজ শুরু করেছে, ইতিমধ্যে কয়েকজন চিহ্নিত যুদ্ধাপিরাধীদের গ্রেফতারও করা হয়েছে।

অবিলম্বে তাদের বিচার সরাসরি আদালতে শুরু হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদেও রক্ষা করার জন্য, এ বিচার কাজ নস্যাত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা নানা আন্দোলনের হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা আন্দোলন ভয় পাইনা। হরতালের নামে যারা ভাংচুর, জ্বালাও-পোড়াও সহ দেশে নানা অরাজকতা সৃষ্টি করছে তাদেও হুশিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাজ থেকে বিরত থাকুন।

এসব অরাজকতা সরকার বরদাশত করবে না। প্রয়োজনে এর বিরুদ্ধে আইন প্রনয়ন কওে শাস্তির ব্যবস্তা করা হবে। তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর হত্যার মত যুদ্ধাপরাধী মামলা, গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, কিবরিয়া হত্যা মামলাসহ বিভিন্ন হত্যা মামলার বিচার এ সরকারের সময়েই সম্পন্ন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, কী কারণে সরকারকে পদত্যাগ করতে হবে, চীন থেকে ফিরেই তার জবাব দিতে হবে। তিনি বলেন, আমরা গনতন্ত্রে বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি এটাই কি আমাদের অপরাধ।

প্রসঙ্গত গতকাল খালেদা জিয়া চীন সফরে যাওয়ার আগে বিমান বন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারকে ব্যর্থ আখ্যায়িত করে, সরকারের পদত্যাগ দাবি করে। নানক আরো বলেন, জামায়াতের সঙ্গে সখ্যতা আপনার নেতাকর্মীরাও চায় না। যার কারণে আপনার নেতাকর্মীরাই আজ আপনার পদত্যাগ চায়। তাই আপনি আমাদের পদত্যাগ দাবি করেন। মহানগর উত্তরের সভাপতি এস এম রবিউল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শেখ ফজলে নূর তাপশ এমপি, একেএম রহমত উল্লাহ এমপি, কামাল আহমেদ মজুমদার এমপি, আসাদুজ্জামান খান কামাল এমপি, আসলামুল হক এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর, সাবেক ছাত্র নেতা লিয়াকত সিকদার, ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.