আমাদের কথা খুঁজে নিন

   

টিকিটের পেছনে ছুটতে ছুটতেই সব আনন্দ মাটি

নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার দুশ্চিন্তা মাথায় নিয়ে অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর পালন করতে যাচ্ছে মানুষ। ঈদের পরপরই জামায়াতে ইসলামের হরতাল ডাকা এবং শেষ মুহূর্তে এসে ওই হরতাল এক দিন পেছানোয় ঈদের পরে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের টিকিট নিয়ে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই দিনই ১২ ও ১৩ আগস্ট টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। পাঁচ দিন পর আবার গত মঙ্গলবার দলটি হরতাল এক দিন পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট পুনর্নির্ধারণ করে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিবৃতিতে দাবি করেন, ঈদের ছুটির পর মানুষের কর্মস্থলে ফিরে আসার কথা বিবেচনা করে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
জামায়াতের এই ‘বিবেচনাবোধ’ বিড়ম্বনা আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ। একবার তাঁরা হরতালের সঙ্গে তাল মিলিয়ে অগ্রিম কাটা টিকিট বদল বা সমন্বয় করেছেন। কিন্তু শেষ মুহর্তে হরতাল পেছানোয় আবার সারা দেশে লাখ লাখ মানুষকে বাস, ট্রেন ও লঞ্চ কাউন্টারে ছুটতে হচ্ছে। টিকিট বদল ও যাত্রার সময়সূচি সমন্বয় করতে হিমশিম অবস্থা পরিবহনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.