আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের ভয়ে ইসলামি রাষ্ট্র করেননি মোশতাক

ভারতীয় সামরিক হস্তক্ষেপের ভয়ে বাংলাদেশকে ইসলামি প্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া থেকে বিরত থেকেছিলেন বঙ্গবন্ধুর খুনি চক্রের বেসামরিক নেতা খন্দকার মোশতাক। তিনি এমনকি মুজিব-ইন্দিরা স্বাক্ষরিত ১৯৭২ সালের বহুল আলোচিত মৈত্রী চুক্তিকেও স্বাগত জানিয়েছিলেন। ১৫ আগস্টের পর ভারত সীমান্তে সেনা মোতায়েন করার ফলে মোশতাক সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রতিবেদনের বরাতে সাংবাদিক মিজানুর রহমান খানের সদ্য প্রকাশিত মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইতে এসব তথ্য ছাপা হয়েছে।
উল্লেখ্য, পঁচাত্তরের ১৫ আগস্ট খুনি চক্রের পক্ষে মেজর শরিফুল হক ডালিম বেতার ভাষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পাল্টিয়ে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা দেন।

পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ভুট্টো দ্রুততার সঙ্গে ‘ইসলামি প্রজাতন্ত্রকে’ স্বীকৃতি দেন এবং সৌদি আরবসহ মুসলিম রাষ্ট্রগুলোর কাছেও পাকিস্তানকে অনুসরণের আবেদন জানান। তবে অল্প সময়ের মধ্যে ভুট্টোর ভুল ভাঙে। তারা বিবেচনায় নেয় যে, ভারতকে চটিয়ে মোশতাক চক্র ক্ষমতায় টিকতে পারবে না। সে কারণে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আজিজ আহমদ ওয়াশিংটনে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে জানিয়েছিলেন, নতুন সরকার তাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা চাইছে। কিন্তু তারা ঢাকাকে পরামর্শ দিয়েছে যে, ভারতকে তাদের বিরক্ত করা উচিত হবে না।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.