আমাদের কথা খুঁজে নিন

   

গোধূলি

বাঙলা কবিতা

তোমাকে চাওয়ার মধ্যে ছিলো না কোনই দ্বিধা, অন্যায়বোধের ব্যাধি, বিন্দুমাত্র লজ্জার লাঞ্ছনা; আহত আকাশ হাতে তবু দ্যাখো, কী রকম দ্বিখণ্ডিত, সীমান্তে সীমান্তে তবু জর্জরিত, সীমিত পুরুষ সেজে কেমন দুঃখের মেঘ, ফুটে আছি নিজস্ব আকাশে ! অদৃষ্টবাদের পাপ গায়ে মেখে তাই ভাবি, জীবনের এতা রঙ কেন ? কেন এই মানুষের ভাগ্যরেখা, এতো স্বেচ্ছাচারী ! জগতের পৃথক পানিতে শুয়ে একটি নদীই শুধু ডাকুক আমাকে... সামান্য এ-চাওয়াটুকু ঝ'রে যায় বসন্তেরও আগে ! এ কি তবে অসম্ভব চাওয়া ? ওই তো দীর্ঘ যাচ্ছে, ফিরে যাচ্ছে নদী____ সহসা স্বপ্নের মধ্যে দাউ দাউ জ্বলে উঠছে সুঘন বাগান... ও বিষণ্ন দুঃখলতা, চির রুগ্ন কমল-কুমারী, তুমি কি দ্যাখো না, সেই আগুনের আগ্রাসী ছোবল, ভয়ানক সাপের মতন, আমাকে পেঁচিয়ে ধরছে, আমাকে জাপটে ধরছে বেদনার বিখ্যাত দু'হাত ! আর আমি, আ্ক্রান্ত সমুদ্রমাছ, নিরূপায় কেঁদে উঠছি হাঙরের হা-এর ভেতরে... আমাকে পড়াচ্ছে কারা এতো দীর্ঘ শোকের পাঞ্জাবি ? পায়ের গোড়ালিস্পর্শী অন্ধকার অচেনা পোষাকে নিজের কাছেই নিজে আগন্তুক সেজে বসে আছি ! তবুও বিশ্বাস করি, অঝোর পুস্পঋতু আসবেই পৃথিবীর দেশে; সকল শৃঙ্খল ভেঙে মানুষেরা একদিন স্বাধীনতা পাবে; প্রেম সেই চিরন্তন মৌলিক বন্ধন, সকল প্রার্থণা এসে যার কাছে নতজানু হবে... এখনও বিশ্বাস করি, কোনওদিন সমতার গান হবে মানুষ-সমাজে; কোনওদিন চাওয়ার সততা হবে হৃদয়ের ন্যায্য নিয়ামক, সত্য ও সান্ত্বনা ! এখনও বিশ্বাস করি, ভলগা ছাড়া কোনও নদী হ্রদে মিশবে না, সব নদী ফিরবেই নিজ নিজ সমুদ্রের কাছে; অথচ তখন তুমি___ সীমান্ত সড়কে ক্লান্ত সময়ের ধূলি; আমার সমস্ত চাওয়া হয়তো তখন____ পশ্চিমের সান্ধ্যলালে, গোধূলি ! গোধূলি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।