আমাদের কথা খুঁজে নিন

   

‎"আপনি মানুষ নাকি আওয়ামিলীগ?"

‎"আপনি মানুষ নাকি আওয়ামিলীগ? এরকম অযৌক্তিক এবং নির্বোদ প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি তার কী জবাব দিবেন? আপনি যদি খুব সাহসি এবং বুদ্ধিমান হন তাহলে প্রশ্নকারীকে সাথে সাথে একটা চড় বসিয়ে দিবেন। আর বলবেন "বদের হাড্ডি। আমি আওয়ামিলীগ হতে যাব কোন দুঃখে? তুই আওয়ামিলীগ। তোর চোদ্দ গুস্টি আওয়ামিলীগ!" আর যদি আপনিও প্রশ্নকারীর মত নির্বোদ হন তাহলে আমি নিশ্চিত আপনি চরম বিভ্রান্ত হয়ে ভাবতে বসে যাবেন 'আসলেইতো আমি কী? মানুষ। নাকি আওয়ামিলীগ!' একসময় এই প্রশ্নটি অনেক তরুনের প্রিয় ডায়লগ ছিল।

এখনো হয়তো আছে। বিগত দিন গুলোতে আওয়ামিলীগের কার্যকলাপ সেই একই ডায়লগ কে মনে হয় উসকে দিচ্ছে। "মীর জাফর" এর নামটা যেমন একটা বহুল জনপ্রিয় গালি হিসাবে ব্যাবহৃত হয়। হয়তো কিছুদিনের মধ্য "আওয়ামিলীগ" গালিটাও জনপ্রিয় হয়ে যাবে। পাদটিকাঃ মীর জাফর = বেঈমান অর্থে ব্যাবহৃত গালি।

আওয়ামিলীগ = ? (যেখানে ইচ্ছা ব্যাবহার করা যাবে। ) বিঃদ্রঃ ইহা একটি 'আওয়ামিলীগে চুলকানী' মার্কা ষ্টেটাস। ইহার সাথে কোনভাবেই কাদের মোল্লা কিংবা অন্য যুদ্ধাপরাধীদের সম্পর্ক নাই। (শাহজাহান আহমেদ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.