আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বাঙালিরা এমন কেন? আমাদের মধ্যে এত বিভেদ কেন?

বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার।

-বাঙালিরা ভাষার জন্য প্রাণ দিতে পারে। -বাঙালিরা স্বাধীকার আদায়ের জন্য আন্দোলনে নামতে পারে। -বাঙালিরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করতে পারে। -বাঙালিদের মধ্য থেকেই দেশ স্বাধীন হবার পর কেউ কেউ চোর হয়ে উঠতে পারে।

-বাঙালিদের মধ্য থেকেই ক্ষমতা দখলের লড়াই চলে। -বাঙালিদের মধ্য থেকেই আওয়ামী লিগের জন্ম। -বাঙালিদের মধ্য থেকেই জামাতের জন্ম। -বাঙালিদের মধ্য থেকেই বিএনপির জন্ম। -বাঙালিদের মধ্য থেকেই অন্যান্য সমস্ত দলের জন্ম।

-বাঙালিরাই পারে কম্যুনিস্ট নাম নিয়ে কাঁধে ছালার ব্যাগ নিয়ে ঘুরতে। -বাঙালিরাই পারে বিভিন্ন গোষ্ঠিতে ভাগ হয়ে একে অন্যকে চোর বলে আখ্যায়িত করতে। -বাঙালিরাই পারে বিভিন্ন গোষ্ঠিতে ভাগ হয়ে একে অন্যের উপর হিংস্র হায়েনার মত ঝাঁপিয়ে পড়তে। -বাঙালিদের মধ্যেই রয়েছে অসংখ্য লেবাসধারী ধর্ম ব্যবসায়ী। -বাঙালিদের মধ্যেই রয়েছে অসংখ্য ঋণখেলাপী, সুদখোর, ঘুষখোর, মুদ্রা পাচারকারী, ছিনতাইকারী ইত্যাদী ইত্যাদী।

বাঙালিদের ভয়েই বাঙালিরা গভীর রাত্রে টাকা হাতে বের হতে ভয় পায়। -বাঙালিদের জন্যই অনেক নিরীহ মেয়েকে স্কুল পরিত্যাগ করতে হয়। -বাঙালিদের জন্যই অসংখ্য নিরীহ মানুষ চাঁদার টাকা গুণতে বাধ্য হয়। -বাঙালিদের জন্যই সামান্য সরকারী কাজ করাতে গেলে পকেটে ঘুষের টাকা সাথে করে নিয়ে বের হয়। -বাঙালিরাই পারে হাজার সমস্যা সামনে রেখে বছর শেষে বিজোয়োৎসব করতে।

আজকে এক বৃদ্ধ রিকশাওয়ালার সাথে দেখা হয়েছিলো। তার রিকশায় চেপে যখন আমি ফিরছিলাম তখন আমার পাশ দিয়ে দলীয় টাকায় উৎসব করে ফিরছিলো কিছু লোক। পার্থ্ক্যটা চমৎকার। নির্দলীয় বৃদ্ধের কাছে বিজয়ের আর কতই বা মূল্য থাকতে পারে যদি তাকে সেই উৎসবে শরীক না করা হয়? টাকা আমার কাছে খুব একটা বেশি ছিলো না। তাই আমি রিকশাভাড়া মিটিয়েছিলাম গন্তব্যের খানিকটা আগেই।

যখন আমি গন্তব্যের খানিকটা আগেই নামলাম রিকশাওয়ালা মনে হয় কিছু টের পেলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, "এরপর কোথায় যাবেন?" আমি জায়গার নাম বলতেই তিনি বললেন, "উঠেন, দিয়ে আসি। " আমি ঊঠতে চাইনি কিন্তু তারপরও রিকশাওয়ালা আমাকে পৌঁছে দিলেন আরও অন্তত পাঁচ মিনিট রিকশা চালিয়ে। কিন্তু বিনে পয়সায় রিকশা চড়া আমার নিজের কাছেই খারাপ লাগলো। তাই আমি তাকে আরও কিছু টাকা অতিরিক্ত দিলাম।

তিনি টাকা হাতে নিয়ে হাসিমুখে বললেন, "খুব খুশি হইলাম বাবা। " নিজেকে ধন্য মনে হচ্ছে। বিজয়ের দিনে একজন মানুষকে খুশি করতে পেরেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.