আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা ......



১৯৭১ আগস্ট ১ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি বিশ্বমত গড়ে তোলার লক্ষ্যে লন্ডনের ট্রাফেলগার স্কোয়ারে একটি বিশাল সমাবেশ অনুষ্টিত হয় ১৯৭১ সালের ১ লা আগস্ট । দিন ছিলো রবিবার । এ্যাকশন বাংলাদেশের উদ্দ্যেগে অনুষ্টিত এই সভায় বিশ হাজারের ও বেশি বাঙালী যোগ দেন । পুরো আয়োজনের নেতৃত্ব দেন পল কনেট । শুধু বামিংহাম থেকে ৭০ টি কোচ ভাড়া করে সমাবেশে যোগ দেন বার্মিংহামের প্রবাসী বাঙালীরা ।

এই ঐতিহাসিক সমাবেশে আরো যারা উপস্তিত ছিলেন ....। লর্ড গোফোর্ড ,পিটার শোর ,রেজ প্রেন্টিস,ব্রুস ডকলাসম্যান ,জন স্টোনহাউসএম পি,পল কনেট ,বেগম ললু বিলকিস ও গাউস খান । এই সমাবেশ থেকে বিচার পতি সাইদ চৌধুরী প্রথম পাকিস্তানী বিমান বর্জন করার আহবান জানান প্রবাসী বাঙালীদের । লর্ড ব্রুকওয়ে সিকিউরিটি কাউন্সিলের জরূরী সভা অনুষ্টানের জন্য বৃটিশ সরকারের সহযোগিতা চান । রেজ প্রেন্টিস এমপি সেদিনের সমাবেশে বাংলাদেশ কে অবিলম্বে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য প্রতিটি গনতান্ত্রিক রাষ্ট্রের প্রতি আহবান জানান ।

সমাবেশ শেষে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী এডয়ার্ড হিথের কাছে স্মারকলিপি দেন হাজার হাজার বাঙালীরা । তাদের প্রানের দাবী বাংলাদেশের স্বাধীনতা । সমাবেশ থেকেই দুজন বৃটিশ মহিলা মোটরযান যোগে রওনা হন বাংলাদেশের উদ্দেশ্যে । । তার মধ্যে একজন পল কনেটের স্ত্রী এলেন কনেট ।

তারা নিয়ে যান ওষুধপত্র ও অন্যান্য সামগ্রী ........আমাদের মনে রইলো তাদের-- যারা নির্যাতিত বাঙালীর পাশে দাঁড়িয়েছিলো সেদিন । সুত্র জনমত ও বাংলার কথা, দি টাইমস


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.