আমাদের কথা খুঁজে নিন

   

মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা যে আওয়ামীলিগের নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে : একথা পুরানা জামাতীরাও অস্বীকার করেনা


নতুন যুগের নতুন রাজাকার ছানারা মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিতে ঘুরছে । রাজাকার জামাত-শিবির আসলে বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইস্যুতে তারা কোনকালেই এদেশের জনগনের কাছ থেকে ক্ষমা পাবেনা । তাই তারা কিছুদিন থেকেই বিএনপির প্রত্যক্ষ সহায়তায় মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস পাল্টে দেবার তালে ছিলো । চেষ্টাও করেছে অনেক । কিন্তু নিজেদের সেই চাল যে শেষে নিজেদের জন্যই বুমেরাং হতে পারে, সেটা হয়তো বুঝবার মত বুদ্ধি এদের নাই ।

রাজাকারী প্রপাগান্ডা চালানোর একটা ওয়েবসাইট থেকে একটা বই পেয়েছি । এক রাজাকারের একাত্তরের কর্মকান্ড নিয়ে লেখা বই । স্যরি, রাজাকার না । আল-বদর - । পুরা বইয়ে খুনী বদর নেতা নিজের কর্মকান্ডকে হালাল করার জন্য আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিষোদ্গার করে গেছে ।

১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সাল থেকেই নাকি পাকিস্তান বিরোধী এবং ভারতের সাথে যোগাযোগ রাখতেন ২। সোহরাওয়ার্দী , জিন্নাহ.. এরা নাকি অনেকবার বলেছে , এই ছেলেটা একটা "সর্বনাশ" করবে । ৩। আগড়তলা ষঢ়যন্ত্র মামলায় আসলেই ষঢ়যন্ত্রের কারনেই হয়েছিলো ।

বদর নেতার ভাষ্যে যেটা ষঢ়যন্ত্র, সেটা আসলে ছিলো বাঙালীর স্বাধীনতার জন্যই একটা পদক্ষেপ । ৪। ৭১ এ পাকিরা শুরু থেকেই আওয়ামীলীগ নেতাদের মারার জন্য লিষ্ট নিয়ে তল্লাশী চালিয়েছে । ৫। পাকিদের হাতে সাধারণ মানুষ খুব কমই নাকি মারা পড়েছে ।

যাদের মৃত্যু হয়েছে সব নাকি ছিলো "পাকিস্তান বিরোধী" আওয়ামীলীগ নেতা ও কর্মীরা । ৬। গেরিলাবাহিনীতে তারাই যোগ দিয়েছে যারা আওয়ামীলীগ করতো । ৭। সচরাচর যেখানে সব লেখকরা লিখেন 'মুক্তিবাহিনী' অমুক জায়গায় আক্রমণ করেছিলো.।

এই আল-বদর লিখেছে "আওয়ামীলীগের গেরিলারা" অমুক ক্যাম্পে হামলা চালায় ৮ । ৭১ এর শুরুর দিকে "আওয়ামীলীগ" নেতাকর্মীরাই নাকি "লাখ-লাখ" হিজরত কারী বিহারী মুসলমানকে গনহত্যা করেছে । একারনেই নাকি পাকিদের হত্যাকান্ড জায়েজ ছিলো । তো, বদর নেতার এই পড়ে যা জানলাম তা হলো, আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং কর্মীরা সেই ১৯৪৭ সাল থেকেই বাঙালী জাতির মুক্তি ও সম্পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দেখতেন । এবং আওয়ামীলিগের নেতৃত্ব ও ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলন সংগ্রাম ও শসস্ত্র যুদ্ধের মাধ্যমেই সেই স্বপ্নের আমাদের মহান স্বাধীনতা আন্দোলন ও স্বাধীন বাংলাদেশ ।

কোথাকার কোন স্বাধীনতার ঘোষক ফোসক আর কিসের কি ? এই বাংলাদেশ , এই বাংলাদেশের স্বাধীনতা আওয়ামীলীগের অর্জন - বিএনপির রাজনৈতিক প্রপাগান্ডা আর স্বাধিনতা বিরোধীদের মুখোশ পড়ার চেষ্টা কখনো আওয়ামীলীগের অর্জনকে মুছে ফেলতে পারবেনা ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.