আমাদের কথা খুঁজে নিন

   

মোসাদ্দেকের নৈপুণ্যে বাংলাদেশের জয়

সোমবার বাংলাদেশ-পাকিস্তান প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ৯ অগাস্ট বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। স্লিফোর্ডের লন্ডন রোডে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ। জবাবে ৪৭ ওভার ১ বলে ২৪৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। শাহরিয়ার সুমনের (৩৫) সঙ্গে সাদমান ইসলামের ৫৭ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে সুন্দর সূচনা এনে দেয়।

তবে শক্ত ভিতের ওপরে দাঁড়িয়ে থাকা দলকে বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব সাদমান-মোসাদ্দেকের। তৃতীয় উইকেটে ১৮৭ বলে ১৬২ রানের জুটি গড়েন তারা। দলীয় ২২৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৬ রান করেন সাদমান। তার ১২৬ বলের ইনিংসে ১১টি চার। বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় অবদান ১১০ রানে অপরাজিত থাকা মোসাদ্দেকের।

১১৩ বলের দারুণ ইনিংসটি ৯টি চার ও দুটি ছক্কায় সাজানো। জবাবে রায়ান হিগিন্স (৪৫), হাসিব হামিদ (৬৭) ও অধিনায়ক বেন ডুকাটের (৫৬) দৃঢ়তায় ৩ উইকেটে ১৯০ রান তুলে জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিক দল। কিন্তু ৩৯তম ওভারে ডুকাট ও জোনাথন টাটেরসালকে আউট করে বাংলাদেশকে খেলায় ফেরান মোসাদ্দেক। এরপর ২৫ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচ সেরা মোসাদ্দেকের মতো রিফাত প্রধানেরও শিকার তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৬/৪ (সুমন ৩৫, সাদমান ৮৬, মেহেদী ৫, মোসাদ্দেক ১১০*, মিরাজ ১৬, নাজমুল ১৩*; বার্বার ২/৫৭, রোডস ১/৪২, শ ১/৪৮) ইংল্যান্ড: ৪৭.১ ওভারে ২৪৮ (হিগিন্স ৪৫, ম্যাকমানাস ৮, হামিদ ৬৭, ডুকেট ৫৬, টাটেরসাল ২, রোডস ৩২, হ্যামন্ড ১৮, উইন্সলেড ০, শ ১, কার্ভার ৩*, বার্বার ১; মোসাদ্দেক ৩/৩৮, রিফাত ৩/৫৯, মিরাজ ২/৫৫, ফেরদৌস ১/৩০, সাইফুদ্দিন ১/৪৪) ম্যাচ সেরা: মোসাদ্দেক হোসেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।