আমাদের কথা খুঁজে নিন

   

মোসাদ্দেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী সভায় পৌর মেয়রদের যোগদান ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় এই অভিযোগ করা হয়।
আজ বুধবার খায়রুজ্জামানের নির্বাচনী এজেন্ট নওশের আলী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, রাজশাহী ও এর আশপাশের বিভিন্ন পৌরসভার মেয়রেরা নিয়ম ভঙ্গ করে সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী সভায় যোগদান করেন। সভায় মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়।

ওই নির্বাচনী সভার কার্যকলাপ পর্যালোচনা করলে দেখা যায়, এটি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা ২০১৩ এর ৭ (ক)-এর ১০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযোগের সঙ্গে আজ ‘প্রথম আলো’র প্রথম পাতায় প্রকাশিত ‘সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী সভায় পৌর মেয়ররা’ শীর্ষক প্রতিবেদনটির ফটোকপিও জমা দেওয়া হয়।
নওশের আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেছি। এ ছাড়া মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে নির্বাচন বিধিমালা ভঙ্গের বিষয়ে এর আগেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, তা আমাদের জানানো হয়নি।

সে বিষয়েও আমরা জানতে চেয়েছি। ’
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, তাঁরা পৌর মেয়রদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছেন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।