আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার হোসেন সাময়িক জামিনে মুক্ত

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

শত্রু দেশগুলোর’ সঙ্গে সখ্যতার অভিযোগে ২৬ মাস আগে এক ব্লগারকে জেলে পুরেছিল ইরান সরকার৷ বুধবার সেই ব্লগার, হোসেন ডেরাকসানকে সাময়িক জামিনে মুক্তি দিয়েছে ইরান৷ এজন্য হোসেনের পরিবারকে গুণতে হয়েছে ১৫ লাখ মার্কিন ডলার৷ হোসেনের সাময়িক মুক্তির বিষয়টি ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের কাছের এক সূত্র৷ আইনী শর্ত অনুযায়ী, কর্তৃপক্ষ ডাকার সঙ্গে সঙ্গেই আবারো কারাগারে ফিরে যেতে হতে পারে এই ৩৫ বছর বয়সি ব্লগারকে৷ ইরানে ফার্সি ভাষায় ব্লগিংয়ের শুরুটা হোসেনের হাত দিয়েই হয়েছিল৷ ২০০১ সালে ইরানি বংশোদ্ভুত ক্যানাডিয়ান এই ব্লগার ফার্সি ভাষায় ব্লগ চালুর বিভিন্ন উপায় ইন্টারনেটে প্রকাশ করেন৷ এরপর ইংরেজি এবং ফার্সি ভাষায় তাঁর ব্লগ বিশ্বব্যাপী আলোচিত হয়৷ ২০০৬ সালে ক্যানাডিয়ান পাসপোর্ট নিয়ে ইসরায়েল ঘুরে আসেন তিনি৷ এছাড়া দু'বার ডয়চে ভেলে সেরা ব্লগ প্রতিযোগিতার জুরি মনোনীত হন হোসেন ডেরাকসান৷ হোসেনের এই মুক্ত ব্লগিং পছন্দ হয়নি ইরান সরকারের৷ ২০০৮ সালের নভেম্বরে ইরানে আটক করা হয় তাঁকে৷ অভিযোগ শত্রু দেশগুলোর সঙ্গে সখ্যতা রয়েছে তাঁর৷ এছাড়া তিনি নাকি ইন্টারনেটে ইসলামবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন৷ ইরানের ভেতরকার রাজনৈতিক আন্দোলনে সমর্থন দেবার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে৷ যদিও ইরানের বিরুদ্ধে মার্কিন কঠোর নীতির সমালোচনা করেও অনেক লিখেছেন হোসেন৷ কিন্তু সেগুলো বোধহয় তাঁর প্রতি ইরান সরকারের মানসিকতায় পরিবর্তন আনতে পারেনি৷ এতসব অভিযোগে গত সেপ্টেম্বরে ইরানের আদালত হোসেনকে সাড়ে উনিশ বছরের কারাদণ্ড দেয়৷ এছাড়া পাঁচ বছর মিডিয়া সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় তাঁকে৷ বলাবাহুল্য এই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করেন হোসেনের আইনজীবী৷ আপিল আদালত এখনো বিষয়টি নিষ্পত্তি করেনি৷ প্রতিবেদন: আরাফাতুল ইসলাম সম্পাদনা: রিয়াজুল ইসলাম ভিসিট করুন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.