আমাদের কথা খুঁজে নিন

   

প্যান্ট উপরে তুলুন ব্যাক্তিত্ব বজায় রাখুন



পশ্চিমা বিশ্বের একটি নোংরা কালচার আমাদের দেশের তবূন/তরুনী সমাজের (বিষেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের) মধ্যে শুরূ হয়েছে, সেটি হল প্যান্ট কত নিচে পরাযায়। দেখাগেছে প্যান্ট এমন ণীচে পরছে য়ে তাদের গোপন সৌন্দর্য বা অঙ প্রকাশ পায় যা খুবই দূষ্টিকটু এবং লোকজন বিব্রতবোধ করে । বর্তমানে এটা ব্যপক আকার ধারন করছে, অথচ আমাদের সরকার, সুশিল সমাজ, নারীবাদী, প্রতিবাদী কন্ঠ, এনজিও এবং মুসলিম নেতৃত্বের কোন ভুমিকাই নেই। কিন্তু কিছু মহল বোরখা নিয়ে রাজণীতি/কুটনীতি করতে খুবই সচেতন। অথচ এইসময়ে ইভটিজিং ব্যপক হারে বেরেগেছে ।

আর আমদের এইধরনের সমস্যা হতে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম হল আমাদের পোশাক শালীন হতে হবে, তাহলেই আমরা এইধরনের সামাজিক সমস্যা দূর হবে। ইতিমধে পশ্চিমা বিশ্বে প্যান্ট উপরে উঠিয়ে পরার জন্য ব্যাপক আলোরন সৃষিাট হয়েছে , সেখানে তারা বিলবোর্ডে প্রচার করছে যে "আপস ইওর প্যানাট আপস ইওর ইমেজ" মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত এধনের প্্রচারনায় অংশ নিচ্চে, অথচ আমরা একটি মুসলীম রাষ্ট হয়েও আমাদের কোন ভুমিকানেই । তাই আসুন আমরা এখান থেকেই শুরু করি, প্রথমে আমরা আমাদের ভাইবোন, নীকট আত্নিয় দের সচেতন করি। অবশ্যই সফল হব ইনশাল্রহ। ধন্যবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.