আমাদের কথা খুঁজে নিন

   

প্যান্ট বিভ্রাট

সিরিয়াস ব্লগিং এর সময় নাই

আমার এক বন্ধু ... এই স্থলে নাম উল্লেখ করা সমীচীন মনে হইতেছে না ... আলা ভোলা ভালো মানুষ ... সারাক্ষন কি জানি চিন্তা করে ... আমরা তখন ছাত্র ... সকাল ৭ টা বাজে লেকচার ক্লাস করতে গেছি ... একটু পর দেখি আমার ওই দোস্তর পায়ের কাছে কি যেন একটু বস্তু উকি ঝুকি মারতেসে ... আশ পাশের পোলাপাইনে খেয়াল করল বিষয়টা ... অনুসন্ধানী পোলাপাইন কাছে গিয়া দেখে দোস্তের প্যান্টের ফাক দিয়া জাইঙ্গা বাইর হইয়া মাটিতে পইরা রইছে ... পোলাপাইন তো এই সিন দেইখা বেক্কল ... হাসব না কানব ... এইটা কেমনে সম্ভব?? ... জিগাইল, 'তর পরনের জাইঙ্গা খুইলা প্যান্টের ফাক দিয়া কেমনে আইল?? আজিব' ... দোস্ত খুব হতাশ গলায় কইল 'আরে বেটা এইটা কালকে পরছিলাম ... আজকে আরেকটা পরছি ... কালকের জাইঙ্গা খুইলা প্যান্টের ভিত্রে রাকছিলাম ... ওইটা অইভাবেই ভিত্রে রইয়া গেছিল ... এখন আস্তে আস্তে নীচে পড়ছে ... তাও তগো সামনে ... আর জায়গা পাইল না বাল' ...

কালের পরিক্রমায় আমার সেই বন্ধু এখন সার্জন হইতে জাইতাছে ... ট্রেনিং করে ... একদিন ওটি কইরা বাইর হইয়া ড্রেস চেঞ্জ কইরা ঘুরা ঘুরি করতাছিল ... এমুন সময় বড় স্যার ওটি থিকা বাইর হইল ... ড্রেস চেঞ্জ করতে গিয়া প্রফেসর সাব তার প্যান্ট খুইজা পায় না ... বড় স্যার চিৎকার চেঁচামেচি কইরা ওটি মাথায় তুইলা লাইছে ... এদিকে আমার দোস্ত স্যারের পাতলুন পরিধান কইরা মনের সুখে ঘুইরা বেরাইতাছে ...

পরে ওয়ার্ড বয় গিয়া ছোট স্যাররে ধইরা আইনা বড় স্যারের প্যান্ট উদ্ধার করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.