আমাদের কথা খুঁজে নিন

   

বিরিশিরি , মুক্তাগাছা ও ময়মনসিংহ ছবিব্লগ

মন বসে না পড়ার টেবিলে

গত জুলাই মাসে বরাবরের মত বিশ্বকাপ দেখার জন্য বুয়েট এ কিঞ্চিৎ উত্তেজনা ও ফলশ্রুতিতে বুয়েট বন্ধ হয় মাসখানেক এর জন্য । কি করা !! ভাবলাম ময়মনসিংহ আর বিরিশিরি ঘুরে আসি । হুটহাট প্ল্যান । আমার মেকানিক্যাল এর বন্ধু রুসেলের বাবা ময়মনসিংহের একটি বেসরকারী মেডিকেলের প্রফেসর । উনিই ময়মনসিংহে থাকার ব্যবস্থা করলেন ।

বিরিশিরিতে ছিলাম YMCA এর একটা রেস্টহাউজে । যেহেতু ছবিব্লগ তাই ভ্রমণ বর্ণনা বাদ দিলাম । কিছু ছবি দিলাম ক্যাপশন সহ । শুরুতেই বলে দেই সকল ছবি আমার ফটোগ্রাফার বন্ধু হৃদয় তানভীরের চৌকস হাতে তোলা । তাই ছবিগুলো ভাল লাগলে হৃদয়ের ফ্লিকার একাউন্ট এ গিয়ে ওর তেলা অন্যান্য ছবিগুলোও দেখতে পারেন ।

হৃদয়ের ফ্লিকার একাউন্ট পোস্টটি উৎসর্গ করলাম আমার প্রিয় ফটোগ্রাফার হৃদয় তানভীর , রুসেল রহমান , আহসান হাফিজ শাওন ও সাজাদুর রহমান রনিকে । বিরিশিরি YMCA এর সামনে । বৃষ্টির পানিও জমে আছে । সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সোমেশ্বরী নদীর উপর ব্রীজ । পাশে ডান কোণায় ছোট একটা শহীদ মিনার ।

সোমেশ্বরী নদীর ভরা যৌবন বর্ষাকালে নৌকার জন্য বৃষ্টি মাথায় করে অপেক্ষা রিকশা আমাদের নিয়া যায় নাকি আমরা রিকশাকে!! সন্দেহের অবকাশ আছে রিকশাসহিত নৌকায় পদার্পন চীনামাটির পাহাড়ের চূড়ায় আমি পৌছে গিয়েছি সবার আগে । নিজেরে মুসা ইব্রাহীম মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় সবাই (একটা লোকাল পিচ্চিও দেখা যাচ্ছে) এটাই সেই বিখ্যাত নীলপানি । আমরা ভরা বর্ষায় গিয়েছিলাম দেখে নীলপানি ঘোলা দেখে এসেছি । শীতকালে গেলে পানি পুরো নীলই পাবেন । মুক্তাগাছা জমিদারবাড়ী জমিদার বাড়ীতে আমরা ৫ জমিদার (ফটোগ্রাফারসহ) জমিদারবাড়ীতে ভূত !! কোন ফটোশপের কাজ নাই কিন্তু সময় পাইলে ভ্রমণকাহিনী আকারে লেখার ইচ্ছা আছে ।

কেমন লাগলো ছবিগুলো জানালে খুশী হব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।