আমাদের কথা খুঁজে নিন

   

গতকালকের একটি অলসতার জন্য আজ তিনটি দূর্ভোগ



গতকাল ইউনিভার্সিটি থেকে আসার সময় বাসে বসে ভাবছিলাম যে রেলস্টেশন থেকে একটা টিকেট নিয়ে যাই। পরে আবার ভাবলাম যে এত সকালে লোকজন ট্রেনে যাবে না তাই সকাল বেলা স্টেশনে গিয়ে টিকেট নিব। এখানে বলে রাখা ভাল যে আমার বাসা নিকুন্জে আর নিকুন্জ থেকে এয়ারপোর্ট স্টেশনে যেতে ৫/৬ মিনিট লাগে। বাস থেকে নেমে বাসায় চলে আসলাম। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠলাম ।

ট্রেন ৮.১০ এ। টিকিট করি নি। যেয়ে টিকেট করতে হবে। তাই ৬.৩০ মিনিটের মাঝে বাসা থেকে বের হলাম। স্টেশনে গিয়ে তো আমার চোখ ছানাবডা।

গিয়ে দেখি বিশাল লাইন। এই লাইন দেখে জামালপুর যাবার আশা ফিকে হয়ে গেল। অনেক চেষ্টা তদবির করলাম। কিন্তু কিছুতেই কিছু হল না। একবারে খালি হাতে ফিরে যাবার চেয়ে বিকাল ৫-৩০ মিনিটের ট্রেনের টিকিট নিলাম।

বাসায় ফিরে এলাম। এবার বাসার দরজার সামনে গিয়ে তো আমার দম বন্ধ হবার যোগাড। আমার কাছে বাসার চাবি ছিল না। বাসায় এসে দেখি দরজা তালা দেয়া । বাসার অন্যদের ফোন দিলাম বলল যে তারা ইউনিভারসিটিতে।

তাদের মধ্যে যে সবার আগে ক্লাস শেষ করে আসবে তার ক্লস শেষ হবে ১০-০০ টায়। কি আর করা বাসার ছাদে চলে আসলাম। ভা্গ্য ভাল যে আমার নোটবুক আর মডেম টা ব্যাগে ছিল। ছাদের চেয়ার বসে এখন ঠান্ডা বাতাস খাচ্ছি আর এয়ারপোর্টের বিমান উঠা নামা দেখছি। একটু আগে একটা ট্রেনের হুইসেল শোনা গেল ।

মনে হচ্ছে ঐটাই আমার ট্রেনছিল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.