আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারে রেকর্ড পতন



দেশের শেয়ারবাজারে গতকাল রবিবার মূল্যসূচকের রেকর্ড পতন ঘটেছে। গত বুধবারের সোয়া ঘণ্টার নজিরবিহীন পতনের ঘটনা বাদ দিলে গতকালের মূল্যসূচকের পতন ছিল সর্বোচ্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে শেয়ারের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ২৮৫ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৭৪৬ পয়েন্ট। ব্যাংকের শেয়ারের দাম কমার কারণেই দরপতন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে ব্যাংকিং খাতের শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ব্যাংকের সব শেয়ারেরই দাম কমেছে। দাম কমার দিক থেকে ডিএসইর শীর্ষ ১০ কম্পানির মধ্যে ছয়টিই ছিল ব্যাংক। সর্বশীর্ষে ছিল শাহজালাল ব্যাংক। ডিএসইতে ৩০ ব্যাংকের প্রায় ৫৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গত ১ ডিসেম্বর ব্যাংক খাতে এ লেনদেনের পরিমাণ ছিল ৭৬২ কোটি টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.