আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারে তিন দিন পর আবারও সূচক পতন

পতন দিয়ে শুরু আবার পতন দিয়েই শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকাল বুধবারের লেনদেন। মাঝখানে দু-একবার সূচক বাড়লেও শেষ পর্যন্ত তা টেকেনি। এদিন ঢাকার বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে গতকাল লেনদেনের পুরোটা সময় শেয়ারের সাধারণ মূল্যসূচকের ব্যাপক ওঠানামা ঘটেছে।

এই ওঠানামার মধ্যে দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬১ পয়েন্ট। টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল ডিএসইতে সাধারণ মূল্যসূচক কমেছে। গতকাল ডিএসইতে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যেকার ব্যবধান ছিল ৭৩ পয়েন্ট। ঢাকার বাজারে গতকাল ২৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টির দাম কমেছে, বেড়েছে ৮৭টির ও অপরিবর্তিত ছিল ১০টির দাম।

ডিএসইতে গতকাল ৪৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫৪ কোটি টাকা কম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.