আমাদের কথা খুঁজে নিন

   

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

আজ মঙ্গলবার সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতির মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৫১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল সোমবারের চেয়ে ৮৯ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪২৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
এদিকে দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪০৭৩.৬৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সাড়ে ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে যায়।

এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে।
ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৪০টিরই দাম বেড়েছে। কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইর মতো সিএসইতেও সূচক কমেছে।

লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৫৭১ পয়েন্টে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.