আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ আলেমে দ্বীনের অভিমত: জামায়াত ধর্মের নামে ফিতনা সৃষ্টি করছে, তারা বেঈমান, তাদের ঈমান আক্বিদা নেই

আমার এক বন্ধু একটু আগে ফোন করে আমাকে জানালেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক তরুণ আলেমের সঙ্গে তার কথা হয়েছে। মাওলানা শায়খুল ইসলাম নামের এই আলেম মহোদয় জাগরণ প্রজন্মের আন্দোলন সম্পর্কে এবং জামায়াতে ইসলামীর রাজনীতি সম্পর্কে তার অভিমত দিয়েছেন। তিনি বলেছেন, '' জামায়াত শিবিরের প্রতিষ্টাতা মওদুদীর বিরুদ্ধে আমরা মাদ্রাসায় পড়ার সময়ে তাকে ইহুদি হিসেবে আখ্যায়িত করে স্লোগান দিতাম। আমাদের উস্তাদ কৌমী মাদ্রাসার হুজুরগণ আমাদের ছোট বেলা থেকেই শিক্ষা দিয়েছেন মওদুদী ও তা দল জামায়াত ধর্মের নামে ইসলামে ফিতনা সৃষ্টি করে। তাদের খপ্পর থেকে সাবধান থাকবে।

তারা ঈমান নষ্ট করে। তারা সরল ধর্মপ্রাণ লোকদের বিভ্রান্ত করে। তাদের সংগঠন ইসলামী ছাত্র শিবির রগকাটার রাজনীতি করে। বাংলাদেশের ইসলামী দল গুলোর সঙ্গে তাদের কোন আদর্শিক মিল নেই। তার কোন ইসলামী দল নয়।

তারা আগাগোড়া বিভ্রান্ত, বেইমান ও সন্ত্রাসী। তিনি আরো বলেন, মওদুদী কোরআনের সমালোচনা করেছেন। সুরা হিজরের ৯ নং আয়াতের সুত্র উল্লেখ করে তিনি বলেন, বিভ্রান্ত মওদুদী বলেছেন কোরআন বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়ে তার ব্যাপকতা হারিয়েছে। (সূত্র: কুরআনের চারটি ম্যৗলিক পরিভাষা, মূল: আবুল আলা মওদুদী, অনুবাদ গোলাম সুবহান সিদ্দিকী, পৃষ্টা নং ১৪-১৫)। মাওলানা শায়খুল ইসলাম আরো বলেন, মওদুদী হাদিস, নবী রাসুল, সাহাবাগণ, আউলিয়া, উলামায়ে কেরামের বিরুদ্ধেও কুৎসা রটিয়েছেন।

তার দলও ইসলামের নামে এমনভাবেই ব্যাখা বিশ্লেষন করছে মনগড়া ভাবে। জামায়াতে ইসলাম কোনভাবেই ইসলামী দল নয়। তাদের কোন ঈমান আকিদা নেই। তারা মিথ্যাবাদী। শয়তান।

ধন্যবাদ হুজুর আপনাকে। আপনি বেঈমান মুনাফিক ধর্ম ব্যবসায়ী জামায়াত শিবিরের স্বরূপ উন্মোচন করার জন্য। জাগরণ মঞ্চের সঙ্গে তাদের কোন বিরোধ নেই জানিয়ে তিনি আরো বলেছেন, আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। জাতীয় পতাকা শহীদ মিনার আমাদের গৌরবের মুকুট। সর্বোচ্চ সম্মানের বস্তু।

যারা এসবের অপমান করেছে সরকারের উচিত তাদের ধরে বিচারের আওতায় আনা। বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন, যারা একাত্তরে আমাদের লাখো ভাই বোনকে নির্যাতন করেছে তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত। একটি স্বাধীন দেশের দলমত ধর্ম বর্ণ নির্বিশেষ সবারই এই দাবির প্রতি সংহতি জানানো উচিত। পাশাপাশি কেউ নবী রসুল ও ধর্মের নামে কুৎসা রটালে, নাস্তিকতা প্রকাশ করলে তাদের বিরুদ্ধেও সরকার ও জনগণকে রূখে দাড়ানোর আহবানও জানান তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।