আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি নেতা অপহরণ ও হত্যা মামলায় গ্রেফতারকৃত শাশুড়ীর জবানবন্দী গ্রহণ

ঢাকা মহানগর বিএনপি নেতা ৫৬নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অপহরণ ও হত্যা মামলায় গ্রেফতারকৃত তার শাশুড়ী লিপি খাতুনের ১৬৪ ধারায় ঝিনাইদহ আদালতে জবানবন্দী গ্রহণ করা হয়েছে। র‌্যাবের কড়া নিরাপত্তায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এর প্রথম আদালতে আজ ২টার দিকে এ জবানবন্দী গ্রহণ করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মো. হারুন জানান, শৈলকুপা থানায় দায়েরকৃত আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী রফিক হত্যা মামলা র‌্যাবে হস্তান্তরের পর মামলার অগ্রগতি হয়েছে। হত্যার মূল হোতা তার শাশুড়ি লিপিসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী থানা জাসদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মোহব্বত, চাকরিচ্যুত পুলিশের হাবিলদার ফজলুর রহমান ও কুষ্টিয়ার চর বারইখালী গ্রামের মিজানুর রহমান।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিএনপি নেতা রফিকুল শ্বশুর বাড়ি শৈলকুপার আনন্দ নগর গ্রাম থেকে অপহৃত হয়। পরদিন কুষ্টিয়ার কুমারখালী থানার আদাবাড়ি গ্রামের মাঠে তার লাশ পাওয়া যায়। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.