আমি ব্লগ পড়তে ভালোবাসি কিন্তু আজ পড়তে পড়তে একটা ব্লগ পড়ে বিরক্ত হয়ে এটা লেখা।
ক্লিক করুন
এই ব্লগ পড়ে এটাতে ব্লগে মাইনাস দেওয়ার জন্য একাউন্ট খোলা। এটা আমার প্রথম ব্লগ।
ব্লগার jolkona কে বলছি, আপনার চেয়ে হিন্দি মুভি কম দেখি বলে মনে হয় না বা কম ভক্ত বলে মনে হয় না কিন্তু তাই বলে নিজের দেশের মানুষকে হেয় করা!!!!!!!শাহরুখের কিছু মুভি আমারো ভাল লাগে কিন্তু তার মানে এই না যে ও আসছে বলেই আমাদের হিন্দি শিখতে হবে।টাকা থাকলে মানুষ ভদ্র হয় আপনার লেখার এই মর্মাথটা বুঝলাম না। কাউকে ভালো লাগা অর্থ এই না যে তার জন্য নিজের দেশ, মান সব বিলিয়ে দিতে হবে। shame on you......
যারা লিংকটি পড়েছেন তারা বুঝছেন কেন আমি এটা বলছি। যারা পড়েননি তাদের জন্য লিংকের ব্লগের কিছু অংশ নিচে দিচ্ছিঃ
"একটা নাকি আবার গার্মেন্টসে চাকরি করে! ঐ রকম অনুষ্ঠানে কিভাবে ঢুকতে দেয় এদের! টিকেটের দাম পাঁচ হাজার না রেখে পনের- বিশ হাজার রাখলে হয়তো এই গাধাগুলা ঢুকতে পারতো না।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।