আমাদের কথা খুঁজে নিন

   

বাসের অপেক্ষায় যাত্রীরা

গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস যেমন অনেকে পাচ্ছেন না, তেমনি আগে টিকিট করেও নির্দিষ্ট সময়ে বাস না আসায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ছিলেন অনেকে।
বাস কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে, সড়কে যানজটের কারণে সময় ঠিক রাখতে পারছেন না তারা।
ঈগল পরিবহনে সাতক্ষীরাগামী যাত্রী আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় তার বাস ছাড়ার কথা ছিল।
দুপুর ২টায়ও বাসে উঠতে পারেননি তিনি।
ঈগলের কাউন্টারের দায়িত্বে থাকা মোহাম্মদ আলী বলেন, “এখানে আমাদের কোনো দোষ নেই।

পথে প্রচুর যানজট। বাস আসতে পারছে না, তাই ছাড়তেও দেরি হচ্ছে। ”
বাসের দেরি হওয়ায় টিকিট ফেরত দিতে চাইলেও তা কাউন্টারগুলো নিচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে।
পূর্বাশা পরিবহনে ঝিনাইদহগামী যাত্রী নাহিদ হোসেন বলেন, সকাল থেকে বাসের জন্য বসে আছেন তিনি।
“পাঁচ ঘণ্টা বসে আছি।

কাউন্টার এখন টিকিট ফেরতও নিচ্ছে না। কী যে ভোগান্তি!”
সিরাজগঞ্জে যেতে টার্মিনালে উপস্থিত হওয়া আসিফ হোসেন বলেন, “যাত্রীদের ভোগান্তি দেখে ভয়ই পাচ্ছি। তবে ঈদে বাড়ি তো যেতেই হবে। ”
সকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গাবতলী পরিদর্শন করে ঘরমুখো মানুষের ভোগান্তি দেখে বিআরটিসিকে ৩৩টি বাস নামানোর নির্দেশ দেন।
তবে এই সংখ্যা অপ্রতুল বলে যাত্রীরা বলছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।