আমাদের কথা খুঁজে নিন

   

বাসের অপেক্ষায়

এবার ফিরাও মোরে; লয়ে যাও...

হোসেন শহীদ মজনু কারওয়ান বাজার থেকে হেঁটে সটান শাহবাগ, ঘামে জবজবে টি-শার্ট, পুরনো বাস ধরছে ট্র্যাফিক আতঙ্ক যাত্রীদের! আমিও তাঁদের কাতারে? সময়মতো অফিস পৌঁছাতে কত ভোরে ঘুমভাঙার এলার্ম দিতে... অহেতুক প্রতিযোগিতায় যাত্রীরা বাসের গেটের হ্যান্ডেলে কাড়াকাড়ি বাড়ি বুঝি ফেরা চায় তাড়াতাড়ি পড়ি কি মরি-উঠা চায়... বাসায় বউ বলে-এতো দেরি অফিসে থাকলেই পারো? কি করে বোঝাই বাস ছাড়া হেঁটেছি মাইলখানেক তারপর টেম্পু ধরে, এটাও জীবন! কেন এই নগরে থাকা? নিজেকে নিজের প্রশ্নের উত্তরে জবাব মেলে না কিংবা মেলে যা বলা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।